ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বই ॥ দ্য ডিভাইন এপোসটেসি

প্রকাশিত: ০৭:২৫, ১৭ জুন ২০১৬

বই ॥ দ্য ডিভাইন এপোসটেসি

হোসেইন উজ-জামান চৌধুরী একজন প্রখ্যাত সাংবাদিক। ষাটের দশকে পাকিস্তান আন্তর্জাতিক সংবাদ সংস্থার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন । স্বাধীনতাত্তোর সময়ে বাংলাদেশ সংবাদ সংস্থায় কর্মরত থাকার পর তিনি অবসর গ্রহণ করেন। বাংলাদেশের বেশ কিছু জাতীয় পত্রিকায় নিয়মিত কলাম লিখতেন এই বিখ্যাত সাংবাদিক। ২০১৪ সালে ঞযব ফরারহব ধঢ়ড়ংঃধংু নামে তার একটি বই প্রকাশিত হয়। এ এইচ প্রকাশনা সংস্থা তার বইটি মুদ্রণ করে। লেখক বইটি উৎসর্গ করেন বিজু ও তাঁর স্নেহভাজন জাতির জনক বঙ্গবন্ধুকে। মূলত ইসলাম, কোরান ও মহানবী (সা) প্রতি পশ্চিমা প-িতদের যে দৃষ্টিভঙ্গি তার একটি যথাযথ উত্তর ঞযব ফরারহব ধঢ়ড়ংঃধংু । বইটির শুরুতেই লেখক কোরান ও নভোম-লকে আল্লাহর আদি সৃষ্টি বলে দাবি করেন । সেই সঙ্গে ব্যক্ত করেন জ্যোতির্বিজ্ঞানের বেশ কিছু গূঢ় তত্ত্ব। বাইটিতে উঠে আসে লঁফধরংস, পযৎরংঃবহরঃু এবং ওংষধস এর কিছু ধর্মীয় আলোচনা ও বিতর্ক। লেখক বইটিতে প্রাচীন ভারতের বৈদিক বিশ্বাস ও ফবরংঁস নিয়েও আলোচনা করেন। সেই সঙ্গে জর্জ জুনিয়র বুশের ইরাক যুদ্ধও প্রাসঙ্গিকভাবে উপস্থাপন করা হয়। সাবেক মার্কিন প্রেসিডেন্টের ইসলাম বিদ্বেষ ও মুসলিমদের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধকেও খ-ন করেন তার লেখনীতে। বইটিতে স্থান পায় হিন্দু পৌরাণিক কাহিনী, সালমান রুশদীর ঝধঃধহরপ ঠবৎংবং বইসহ প্রাচীন একনশ্বরবাদীদের ইতিহাসের অসংখ্য বিষয়। এ কারণে বাইবেল, কোরান, তাওরাতে উল্লিখিত সৃষ্টির আদি রহস্যও ভেদ হয়ে ওঠে তাঁর লেখার মূল উপজীব্য। তাঁর এই লেখার মাধ্যমে মূলত তিনি পশ্চিমা প-িতদের দৃষ্টিভঙ্গির উত্তর দিয়েছেন। সেই সঙ্গে কোরানের মান-মর্যাদাকে করেছেন সমুন্নত। শিপু চৌধুরী
×