ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কৃষিঋণে সুদের হার কমল

প্রকাশিত: ০৭:০৪, ১৬ জুন ২০১৬

কৃষিঋণে সুদের হার কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ কৃষি ও পল্লী ঋণের সুদের হার আরও ১ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে কৃষককে কৃষি ও পল্লীঋণে মাত্র ১০ শতাংশ হারে সুদ গুনতে হবে। বুধবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে। এতদিন ব্যাংকগুলো কৃষি ও পল্লী ঋণে ১১ শতাংশ হারে সুদহার আরোপ করত। ব্যাংকগুলোর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, অগ্রাধিকার খাত হিসেবে কৃষি ও পল্লীঋণে ১০ শতাংশ সুদ হার পুনর্নির্ধারণ করা হলো। আগামী ১ জুলাই থেকে এ হার কার্যকর হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, অগ্রাধিকার খাত হিসেবে কৃষি ও পল্লীঋণে ১০ শতাংশ সুদ হার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। কৃষকদের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। অবশ্য জানুয়ারি থেকে কৃষি ও পল্লীঋণের সুদের হার ২ শতাংশ কমিয়ে ১১ শতাংশ করেছিল বাংলাদেশ ব্যাংক। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৩ শতাংশ হারে ঋণ নিয়েছে ব্যাংকগুলো। ২০১১ সালের ৯ মার্চ থেকে কৃষিঋণের বিপরীতে সর্বোচ্চ সুদের হার ১৩ শতাংশ বহাল ছিল। জানা গেছে, বেসরকারী ও বিদেশী বাণিজ্যিক ব্যাংকগুলোর গ্রামাঞ্চলে শাখা কম হওয়ায় তাদের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) অনুমোদনপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের (এমএফআই) অংশীদারিত্বের ভিত্তিতে কৃষি ও পল্লীঋণ বিতরণ করছে। আর্থিক খাত সংস্কার কর্মসূচীর আওতায় ১৯৯৮ সালের পর থেকে ব্যাংকগুলো নিজেরাই সুদের হার নির্ধারণ করতে পারে। তবে বৈশ্বিক মন্দাপরবর্তী সময়ে উৎপাদনশীল খাতে ঋণ বাড়ানোর লক্ষ্যে কৃষি, মেয়াদী শিল্প, নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানি এবং রফতানিমুখী শিল্পসহ বেশ কয়েকটি খাতে সুদের হারের সর্বোচ্চ সীমা নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। এরপর ২০১১ সালে এক নির্দেশনার মাধ্যমে কয়েকটি খাত ছাড়া সুদ হারের উর্ধসীমা প্রত্যাহার করা হয়। তখন কৃষি এবং মেয়াদী শিল্প সুদের হার নির্ধারণ করা হয় ১৩ শতাংশ। সব ধরনের রফতানি ঋণে ৭ শতাংশ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য তথা চাল, গম, চিনি, ভোজ্যতেল, ডাল, ছোলা, পেঁয়াজ ও খেজুর আমদানিতে সুদের হারের সর্বোচ্চ সীমা ১২ শতাংশ। ২০১২ সালের জানুয়ারিতে আরেক নির্দেশনার মাধ্যমে প্রাক-জাহাজীকরণ রফতানি ঋণ এবং কৃষি ছাড়া অন্যান্য খাতে সুদের হারের উর্ধসীমা প্রত্যাহার করে বাংলাদেশ ব্যাংক।
×