ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাফাদি মিথ্যা বলছে: সজীব ওয়াজেদ

প্রকাশিত: ১৯:১৫, ২৯ মে ২০১৬

সাফাদি মিথ্যা বলছে: সজীব ওয়াজেদ

অনলাইন ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ তাঁর ফেসবুক পাতায় লিখেছেন ইসরাইলি নাগরিক মেন্দি এন. সাফাদির সঙ্গে তাঁর কোনোসময়ই সাক্ষাৎ হয়নি, সাফাদি মিথ্যা বলছে। বাংলাদেশে সরকার উৎখাত ষড়যন্ত্রের অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা ইসরাইলি নাগরিক মেন্দি এন. সাফাদি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদের সঙ্গে গত বছর তাঁর সাক্ষাৎ হয়েছিল। বিবিসির সাথে এক সাক্ষাৎকারে সাফাদি জানান, রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সাথে দিল্লিতে তার দেখা হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মি. ওয়াজেদের দপ্তরে দুজনের কথাবার্তা হয়। মি: সাফাদির এই দাবির ব্যাপারে সজীব ওয়াজেদের বক্তব্য তাৎক্ষণিকভাবে বিবিসি জানার চেষ্টা করলেও সেটা সম্ভব হয়নি। বিবিসিতে এই খবর প্রকাশের দুদিন পর আজ রোববার সকালে ফেসবুকে নিজের অফিশিয়াল পাতায় মি: ওয়াজেদ এই স্ট্যাটাস দিলেন। এর আগে গতকাল আওয়ামী লীগের এক বৈঠক শেষে দলটির নেতা মাহবুবুল আলম হানিফও সাফাদি ও মি: ওয়াজেদের বৈঠকের খবরকে ভিত্তিহীন ও বিএনপির ষড়যন্ত্র বলে অভিহিত করেন। সজীব ওয়াজেদ ফেসবুক পাতায় লিখেছেন, “বিএনপি এমনই এক বোকার দল,এমনকি তারা যখন মিথ্যা বলে তখনও বোকামিপূর্ণ ভুল করে। আমি চাই বিএনপি এবং সাফাদি একটা প্রশ্নের জবাব দিক। ওয়াশিংটনের ঠিক কোথায় সে আমার সাক্ষাৎ পেয়েছে? কোন অনুষ্ঠানে? অন্য কার অফিসে?” মি: ওয়াজেদ লিখেছেন যে তাঁর সাথে সাফাদির কোনোসময়ই সাক্ষাৎ হয়নি, ওয়াশিংটনেও না বা অন্যকোনো জায়গাতেও না। সে মিথ্যা বলছে। “সাফাদি যে বিএনপির জন্য মিথ্যা বলতে সম্মত হয়েছে সেটা দিয়ে এও প্রমাণ হচ্ছে, সে বিএনপির সাথে ষড়যন্ত্রে জড়িত”-লিখেছেন মি: ওয়াজেদ। সাফাদির সঙ্গে জয়ের সাক্ষাতের খবর বিবিসিতে প্রকাশের কারণে বিবিসির সমালোচনা করেছেন সজীব ওয়াজেদ। সূত্র : বিবিসি বাংলা
×