ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরিবেশ বাঁচাতে

প্রকাশিত: ০৬:০৬, ১৫ মে ২০১৬

পরিবেশ বাঁচাতে

পরিবেশ বাঁচাতে বধ করা হবে প্রাণীগুলোকে। এটিই সরকারী সিদ্ধান্ত। খবরটি চাউর হতেই বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। একই ঘটনা ঘটেছিল গত বছরও। তবে শোনা যাচ্ছে এবার নাকি সরকার নাছড়বান্দা। খুন তাদের করতেই হবে। ঘটনাস্থল অস্ট্রেলিয়ার ক্যানবেরা। দেশটির সরকার সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ বাঁচাতে আগামী সোমবার থেকে বনাঞ্চলে নিধন করা হবে প্রায় ২ হাজার ক্যাঙ্গারু। গত বছর দেশ-বিদেশের বেশ কয়েকটি পশুপ্রেমী সংগঠনের প্রতিবাদের মুখে পিছু হটতে বাধ্য হয়েছিল সরকার। তবে এবার সেটি হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছে ক্যানবেরা। নিধন করা হবে ১ হাজার ৯৯১টি ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়ার পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক বছরে ক্যাঙ্গারুর সংখ্যা খুব বেড়ে গেছে। এর ফলে সেখানে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তাই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী দিনে যেন এ রকম সিদ্ধান্ত নিতে না হয় তার জন্য প্রাকৃতিক উপায়ে ক্যাঙ্গারুর জন্ম নিরোধের বিষয়টি চিন্তা ভাবনা করা হচ্ছে। ক্যানবেরা অঞ্চলের পার্কস এ্যান্ড কনজারভেশনের ড্যানিয়েল ইগলাসিয়েস বলেছেন, ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারুর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় কোন এলাকার তৃণভূমি সম্পূর্ণ উজাড় হয়ে গেছে। জুলাই মাসের মধ্যেই নিধন অভিযান শেষ হবে বলে আশা করা হচ্ছে। -এনডিটিভি
×