ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ডাচবাংলার ৪ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে জালিয়াতির অভিযোগ

প্রকাশিত: ২৩:১৬, ২৯ মার্চ ২০১৬

ডাচবাংলার ৪ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে জালিয়াতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ এটিএম কার্ড জালিয়াতি করে ৯৩ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ডাচবাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসি তাবরিজসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন এক আইনজীবী। মাসুদ আহমেদ নামের ওই আইনজীবী মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আর্জি জানান। মহানগর হাকিম ওয়াজ কুরুনী খান চৌধুরী বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। মামলার আবেদনে নাম আসা অপর তিনজন হলেন- ডাচবাংলা ব্যাংকের দনিয়া শাখার জাহাঙ্গীর মোল্লা, কার্ড ডিভিশনের প্রধান ইকবাল হোসেন ও সিনিয়র অফিসার ফাহিম ফিরোজ সুমন। অ্যাডভোকেট মাসুদের অভিযোগ, ২০১৩ সালে ৯ মে থেকে ১২ জুন পর্যন্ত বিভিন্ন সময়ে পাঁচটি বুথ থেকে জালিয়াতির মাধ্যমে তার ৯৩ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে।
×