ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অস্ত্র রফতানির উদ্যোগে গর্বিত ক্যামেরন

প্রকাশিত: ০৭:০৪, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

অস্ত্র রফতানির উদ্যোগে গর্বিত ক্যামেরন

ডেভিড ক্যামেরন বৃহস্পতিবার সৌদি আরবের কাছে ইউরোফাইটার টাইফুনের মতো ‘চমৎকার পণ্য’ বিক্রিতে তার সহায়তা ও উদ্যোগের জন্য গর্ব প্রকাশ করেছেন। একই দিন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্টে ইয়েমেনে সৌদি বিমান আক্রমণের জন্য রিয়াদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রস্তাব ইইউ পার্লামেন্টে বিপুল ভোটে পাস হয়েছে। ৩৫৯ সদস্যের মধ্যে ২১২ জন নিষেধাজ্ঞা সমর্থন করে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন প্রস্টনে প্রতিরক্ষা কোম্পানি বিএই সিস্টেমের কারখানা পরিদর্শনকালে কোম্পানি নির্মিত অস্ত্র সৌদি আরব, ওমান ও অন্যান্য দেশের কাছে বিক্রি করায় যুক্তরাজ্য সরকারের ভূমিকার ব্যাপারে কথা বলেছিলেন। প্রায় একই সময়ে ইইউ পার্লামেন্ট ইয়েমেনে সৌদি আরবের বিমান থেকে প্রচ- বোমাবর্ষণের প্রতিবাদে দেশটির বিরুদ্ধে ব্যাপক অস্ত্র নিষেধাজ্ঞার পক্ষে ভোট অনুষ্ঠিত হয়েছে। ভোটের কোন সিদ্ধান্ত ইইউ সদস্য রাষ্ট্রের জন্য মেনে নেয়া বাধ্যতামূলক নয়। কিন্তু এ সিদ্ধান্তের কারণে রিয়াদের সঙ্গে ইইউ দেশগুলোর সম্পর্ক পর্যালোচনার জন্য জাতীয় সরকারগুলোর ওপর চাপ বেড়ে যাবে। বোমা হামলার জন্য লক্ষ্যস্থল শনাক্ত করে সৌদি সেনাবাহিনী কীভাবে আন্তর্জাতিক আইন মেনে অভিযান চালাবে এর ওপর তাদের প্রশিক্ষণ দিয়ে আসছে যুক্তরাজ্য সরকার। সরকার সৌদি আরবের কাছে সামরিক বিমান ইউরোফাইটার টাইফুন বিক্রির উদ্যোগেও ভূমিকা রাখছে। রিয়াদ কেবল গত বছর যুক্তরাজ্যের কাছ থেকে বিমান, অস্ত্র ও অন্যান্য সামরিক সরঞ্জাম ক্রয়ে ৩শ’ কোটি পাউন্ড ব্যয় করেছে। গত বছর বেশ কিছু আভাস পাওয়া যায় যে, বিচারমন্ত্রী মাইকেল গোভ মানবাধিকার উদ্বেগ প্রশ্নে সৌদি কারগারগুলোতে প্রশিক্ষণ প্রদানের জন্য একটি চুক্তি বাতিল করার পর এ কূটনৈতিক উদ্যোগ অচল হয়ে পড়ে এবং ইউরোফাইটার চুক্তি বাতিল হয়ে যাওয়ার উপক্রম হয়। চুক্তিটি এখন আবারও প্রক্রিয়াধীন রয়েছে বলে মনে হচ্ছে। ইউরোফাইটার রফতানি বৃদ্ধিতে ক্যামেরন কীভাবে সহায়তা করছেন এক কর্মচারী এ কথা জিজ্ঞাসা করেন। তিনি বলেন, ইতালি, জার্মান ও আমাদের মধ্যে টাইফুন বিষয়ে একটা জোট রয়েছে। রফতানি আদেশ আইনে কারা ভাল অবস্থানে থাকছে তা বোঝার জন্য বেশ সময় ব্যয় করি আমরা। কুয়েত থেকে ভাল সংবাদ পাব বলে প্রত্যাশা রয়েছে আমাদের। ইতালীয়রা সেখানে এ ব্যাপারে বেশ কাজ করে যাচ্ছেন। ব্রিটিশরা ওমানে অক্লান্তভাবে সংশ্লিষ্ট ব্যাপারে ব্যস্ত রয়েছেন।
×