ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বোধের দোরে সাড়া জাগানিয়া সাহিত্য পত্র

প্রকাশিত: ০৫:৫০, ২৯ জানুয়ারি ২০১৬

বোধের দোরে সাড়া জাগানিয়া সাহিত্য পত্র

অরুণোদয়ের আবির রাগে দিবসের আভাস মিলে, বোঝা যায় কেমন কাটবে দিন। রৌদ্রোজ্জ্বল, না মেঘ, ঝড়-বাদলে ফ্যাকাসে মলিন। ফুলকলিতে যেমন ফুল ও ফলের ধারণা মিলে- অনেকটা তেমনই আভাস পাওয়া গেল শিল্প সাহিত্যের ত্রৈমাসিক ভাটিয়াল পাঠ করে। একই শহরে বাস। যোগাযোগও নিবিড়- তাই যতদূর দেখেছি পত্রিকাটির তরুণ সম্পাদকসহ সংশ্লিষ্টজন- তারা উদ্যমী, অধ্যবসায়ী, নিষ্ঠাবান। মানের প্রশ্নে আপোসহীন। নবীন-প্রবীণ, দেশ-বিদেশ, বাংলা বা অন্যান্য ভাষা- যে উৎস থেকেই হোক মানসম্মত সমৃদ্ধ লিখা সংগ্রহ করে পত্রিকায় ঠাঁই দিয়ে ভাটিয়ালের শ্রীবৃদ্ধিতে সদা তৎপর। দেশ এবং দেশের বাইরে যেখানে যেখানে বাংলা ভাষাভাষী পাঠক আছেন, তেমন প্রত্যন্তেও পত্রিকাটি সহজলভ্য করে তোলার সদা প্রয়াসী ভাটিয়াল কর্তৃপক্ষ। প্রগতির ধারায় সদা গতিশীল আর্থ-সামাজিক, সাংস্কৃতিক পরিম-লে উচ্চশিরে টিকে থাকার প্রশ্নে সদা সচেতন ভাটিয়ালÑ ভেঙ্গে গড়া, অভিনবের সন্ধান, সাপেক্ষে গ্রহণ, বর্জন, অন্বেষা, নবদিগন্তের উন্মোচন এমন অভিনবের সন্ধানী ভাটিয়াল। পত্রিকাটির নামকরণেও কর্তৃপক্ষ অনেক ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়েছেনÑ ‘ভাটিয়াল’ নামটির ব্যাপারে। ভাটি অঞ্চল থেকে প্রকাশিত হচ্ছে বলেই ‘ভাটিয়াল’ নাম; ঠিক এমনটি নয়। ভাটিয়াল নামটির সঙ্গে পত্রিকাটির চারিত্রিক বৈশিষ্ট্যের ছাপ প্রতিফলনে সম্পাদক ও কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয়ী। প্রকৃতির অমোঘ বিধানÑ উজান ধারা ক্ষণস্থায়ী। বিপর্যয় বা বহির্চাপে উজান ধারা বহে। সুনামি ও জোয়ার যে কারণে হয়ে থাকে। পক্ষান্তরে ধারা নিয়মিতই ভাটির অনুকূলে বহে। ভাটির টানে পলি আনে। ভাটি হয় সমৃদ্ধ, উর্বর। ফুলে-ফলে শস্য শ্যামল: প্রাণোজ্জ্বল হয় ভাটির অঞ্চল। ভাটিয়াল পত্রিকাটির ক্ষেত্রেও সম্পাদক ও কর্তৃপক্ষের প্রত্যয়ী চেষ্টা চরিত্র এমনই যে, যুগোপযোগী আপোসহীন মানদ-েÑ নবীন-প্রবীণের সমন্বয়ে, দেশের গ-ি ছাপিয়ে বিশ্বমানের সাহিত্যপত্রের রূপ দেয়া। দিনকে দিন শ্রীবৃদ্ধি ঘটিয়ে সমৃদ্ধতর করে তোলা। শুধু দেশ নয় দেশের বাইরে অবস্থান করেন এমন গুণী ব্যক্তিদের লেখা সংগ্রহের মতো অধ্যবসায়ী সম্পাদক ও কর্তৃপক্ষ। যে কোন একটি সংখ্যায় চোখ রাখলেইÑ চোখে পড়বে মানের প্রশ্নে কত সচেতন ভাটিয়াল কর্তৃপক্ষ। সাহিত্যামোদী, পাঠানুরাগী জনের মন কাড়বে এই ভাটিয়াল। প্রচ্ছদ বিন্যাস, বিভাগ, সম্পাদনা সবই প্রশংসার দাবি রাখে। গুণে-মানে আপোসহীন। থাকবে তুমি যতদিন। শুভ কামনা আমারÑ থাকিবে সঙ্গে তোমার; হে শিল্প সাহিত্যের ত্রৈমাসিক প্রিয় ভাটিয়াল। উত্তম দেবনাথ
×