ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আহত যুবকের মৃত্যু ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:০১, ১৩ মে ২০১৫

আহত যুবকের মৃত্যু ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ হিলি সীমান্তের ধরন্দা গ্রামের আহত যুবক সাইয়ান ওরফে সায়েম (১৯) অবশেষে মারা গেছেন। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিজিবি সদস্যদের নির্যাতনে মারাত্মক আহত সায়েম গত তিন দিন ধরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউ বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকাল সোয়া ৭টায় যায়। সায়েমের মৃত্যুর খবর পৌঁছালে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদে তারা রাস্তায় বেরিয়ে এসে সকাল সাড়ে ১০টা থেকে হিলি স্থলবন্দরে সিপি রোড, ও ধরন্দা রোডে বসে পড়ে সড়ক অবরোধ করে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। ফলে স্থলবন্দর দিয়ে সকাল থেকেই দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি বন্ধসহ হিলি-দিনাজপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ জানায়, পরিস্থিতি মোকাবেলার জন্য দিনাজপুর থেকে পুলিশ এনে বন্দরের চারমাথা, ধরন্দা ও সিপি মোড়ে মোতায়েন করা হয়েছে। সাইয়ানের মা শামসুন নাহার জানান, ১০ মে সাইয়ান বাড়ি থেকে বের হয়ে রাস্তায় যায়। এ সময় তিনজন বিজিবি সদস্য কিছু জিজ্ঞেস না করেই তাকে চাইনিজ কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। এতে সাইয়ানের মাথা ও ঘাড়ের বেশ কয়েক স্থানে কেটে গিয়ে মারাত্মক আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। গত তিন দিন ধরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিসিইউ বিভাগে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার সকালে সে মারা যায়। নীলফামারীতে বৃদ্ধা হত্যা মামলায় আট জনের যাবজ্জীবন স্টাফরির্পোটার, নীলফামারী ॥ পূর্ব শক্রতার জের ধরে কালঠি বেগম নামের এক বৃদ্ধাকে হত্যার ঘটনার মামলায় আট জনের যাবজ্জীবন কারাদ- প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নীলফামারী জেলা ও দায়রা জজ মাহমুদুল কবীর এই দ-াদেশ প্রদান করেন। এই সাজার পাশাপাশি আসামীদের প্রত্যেককে এক লক্ষ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে অন্তরীন রাখার শাস্তি প্রদান করা হয়।দ-প্রাপ্তরা হলো জেলার কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের জুম্মাপাড়া গ্রামের আকবর আলী, তার তিন ছেলে গোলাম মোস্তফা, আব্দুল মজিদ ও নূর ইসলাম, তফেল উদ্দিনের তিন ছেলে আব্দুল মান্নান, আব্দুল হান্নান ও আব্দুস সালাম ও একই গ্রামের ইয়াকুব আলী। বাগেরহাটে বাঘের হাড়গোড়সহ শিকারি আটক স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলা উপজেলার সোনাতলা গ্রাম থেকে এবার বাঘের মাথার খুলি ও হাড়গোড়সহ ছগির ঘরামি (৪৫) নামে এক শিকারিকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সাউথখালি ইউনিয়নের সোনাতলা গ্রামের ছগির ঘরামির বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় তার বাড়িতে থাকা সুন্দরবন থেকে শিকার করা ১টি বাঘের মাথার খুলি, ছোট-বড় ১৫৭ পিস হাড়গোড় উদ্ধার করা হয়। এছাড়া বাঘ ও হরিণ শিকারে ফাঁদ হিসেবে ব্যবহৃত ১০ কেজি জালও উদ্ধার করা হয় সেখান থেকে। আটক ছগির ঘরামি সোনাতলা গ্রামের মৃত ইউসুফ ঘরামির ছেলে।
×