ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পিএসজির জয়

প্রকাশিত: ০৪:১৪, ২০ জানুয়ারি ২০১৫

পিএসজির জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ফরাসী লীগ ওয়ানে সহজ জয় পেয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন। রবিবার নিজেদের মাঠে পিএসজি ৪-২ গোলে হারায় ইভাইন থনন গেইলার্ডকে। ঘরের মাঠে প্রথমে পিছিয়ে পড়েছিল পিএসজি। ইভাইনকে ম্যাচের ১৪ মিনিটে এগিয়ে নেন বারবোসা। ৩০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ডেভিড লুইজের গোলে সমতা ফেরায় পিএসজি। ৩৮ মিনিটে ভেরাট্টির গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। বিরতির পর ৬৩ মিনিটে ভ্যান ডার উয়েল নিজেদের জালেই বল জড়ালে সমতা ফেরায় অতিথি ইভাইন। কিন্তু ম্যাচের ৭৪ মিনিটে পাস্টোরে ও ৮৯ মিনিটে এডিনসন কাভানি দুই গোল করে প্রত্যাশিত জয় পাইয়ে দেন পিএসজিকে। ম্যাচ শেষে পিএসজি কোচ লরেন্ট ব্লাঙ্ক দলের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করেন।
×