ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২

বিজয়নগরে সরকারি জায়গায় অবৈধ দোকান অপসারণ করলেন ইউএনও

হীরা আহমেদ জাকির, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত: ১৪:২৭, ৯ আগস্ট ২০২৫; আপডেট: ১৫:৩৪, ৯ আগস্ট ২০২৫

বিজয়নগরে সরকারি জায়গায় অবৈধ দোকান অপসারণ করলেন ইউএনও

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে নির্মাণাধীন দোকানঘর অপসারণ করে তা দখলমুক্ত করা হয়েছে। 

শনিবার (৯ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার আমতলী বাজারে সরকারি খাস জায়গা থেকে অবৈধ নির্মাণধীন দোকান ঘর ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এসিল্যান্ড (অতিরিক্ত দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাধনা ত্রিপুরা।

চান্দুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ এম শামিউল হক চৌধুরীর ছেলে জামিউল হক চৌধুরী প্রতুলের নেতৃত্বে সকাল থেকে আমতলী বাজারে সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগ তেলেন স্থানীয়রা। পরে উপজেলার প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে বারবার নিষেধ করার পরও তারা জোরপূর্বক দোকানঘর নিমার্ণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে খাস জায়গা উদ্ধারে অভিযান চালায় উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরা জানান, স্থানীয়দের মাধ্যমে সরকারি জায়গায় অবৈধভাবে দোকানঘর নিমার্ণের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপসারণ করা হয়েছে।

রাকিব

×