ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

মুকসুদপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

শরিফুল রোমান, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩:০৩, ৩১ জুলাই ২০২৫

মুকসুদপুরে শিক্ষা মন্ত্রণালয়ের কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য কৃতি শিক্ষার্থীদের পারফরমেন্স বেইজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাৎ আলী মোল্লার সভাপতিত্বে, প্রভাকরদী আবুবকর সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আইসিটি অফিসার মো. আ. বাতেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আ. কাইয়ুম শরীফ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নরেশ বিশ্বাস, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া, নওহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন, শিক্ষার্থী অর্ঘ্য ঢালী প্রমুখ।

এ সময় ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৮ জন শিক্ষার্থীর প্রত্যেককে দশ হাজার টাকা এবং এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল করায় ১৬ জন শিক্ষার্থীর প্রত্যেককে পঁচিশ হাজার টাকাসহ মোট ৩৪ জন শিক্ষার্থীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।

ইমরান

×