
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে চাতরী-কেয়াগড়-সিংহরা সংযোগ সড়কের দুটি অংশ ভেঙে পড়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী হাজারো মানুষের যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন এসব গ্রামের বাসিন্দারা।
জানা গেছে, গত কয়েক দিনের টানা বর্ষণ ও জোয়ারের ফলে সড়কের গুরুত্বপূর্ণ দুটি অংশ পানিতে তলিয়ে যায় এবং ভেঙে যায়। ফলে কেয়াগড়, চাতরী ও সিংহরা গ্রামের মানুষ চাকরি, বাজার, শিক্ষা ও চিকিৎসার মতো জরুরি প্রয়োজনেও বের হতে পারছেন না। কেয়াগড় গ্রামের বাসিন্দা সুকুমার বলেন, এই সড়কটি আমাদের তিন গ্রামের মানুষের জন্য একমাত্র ভরসা। এখন সড়ক ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছি।
স্থানীয় ইউপি সদস্য হাসান তারেক জানান, বৃষ্টির পানির চাপে ও জোয়ারের ফলে সড়কের দুটি অংশ ধসে পড়ে। বিষয়টি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙন আরও বাড়তে পারে।
এ নিয়ে স্থানীয় সিটিজেন ফোরামের আহ্বায়ক ও সাংবাদিক তৌহিদুল আলম বলেন, এই সড়কের দুই পাশে বিপুল পরিমাণ ফসলি জমি রয়েছে। প্রতিবছর সাময়িক মেরামত করা হলেও বর্ষা এলে তা আবার ভেঙে পড়ে। এতে একদিকে সরকারের অর্থ অপচয় হচ্ছে, অন্যদিকে মানুষের দুর্ভোগও কাটছে না। টেকসই উন্নয়নের জন্য দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে উপজেলা প্রকৌশলীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। প্রকৌশল অফিসের মাধ্যমে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।
শহীদ