ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

স্কুলছাত্রী অপহরণের মামলায় যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টর, রাজশাহী

প্রকাশিত: ১৬:০৪, ৩ জুলাই ২০২৫

স্কুলছাত্রী অপহরণের মামলায় যুবক গ্রেফতার

ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মো. সাব্বির (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। সাব্বির উপজেলার পলাশবাড়ি গ্রামের শাহাদত আলীর ছেলে।

বৃহস্পতিবার রাজশাহী র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, স্থানীয় স্কুলের সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলো সাব্বির। সর্বশেষ গত ২৪ জুন দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বর্ধনপুর এলাকা থেকে ওই ছাত্রীকে একটি সিএনজিতে তুলে অপহরণ করা হয়।

এ ঘটনায় গত ২৮ জুন অপহৃত ছাত্রীর পিতা বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে পুলিশের পাশাপাশি র‌্যাবও অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার একই উপজেলার বর্ধনপুর পশ্চিমপাড়া থেকে আসামী সাব্বিরকে গ্রেফতার করা হয়। পরে তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়।

 

×