ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীর জন্য হেল্পডেস্ক

নিজস্ব সংবাদদাতা,শিবচর(মাদারীপুর)

প্রকাশিত: ১৫:৫৮, ৩ জুলাই ২০২৫

ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে এইচএসসি পরীক্ষার্থীর জন্য হেল্পডেস্ক

ছবি: দৈনিক জনকণ্ঠ

মাদারীপুরের শিবচর উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পানি,টিস্যু পেপার,স্যালাইন ও নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে শিক্ষার্থীদের সিট খুঁজে দেয়া এবং কলম,পেন্সিল,রাবার,স্কেল সরবরাহের দায়িত্ব পালন করে সরকারি বরহামগঞ্জ কলেজ শাখা ছাত্রশিবির ও উপজেলা ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও এইচএসসি সমমান পরীক্ষা শুরু হয়েছে।শিবচর উপজেলার এইচএসসি কেন্দ্র সরকারি বরহামগঞ্জ কলেজ প্রাঙ্গণে বসানো হয়েছে হেল্পডেস্ক।এখানে পরীক্ষার্থীদের কোন প্রকার অসুবিধা যেন না হয় সেজন্য  দায়িত্ব পালন করে শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবির এবং সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রশিবির।

কেন্দ্রীয় ছাত্রশিবিরের নির্দেশনা অনুযায়ী সকাল থেকেই শিক্ষার্থীদের সিট খুঁজে দেয়া এবং কলম,পেন্সিল,রাবার,স্কেল সরবরাহ করে। এ সময় তারা শিক্ষার্থীদের সাথে আসা অভিভাবকদের জন্য ছায়াযুক্ত স্থানে বসা,পানি,টিস্যু,খাবার স্যালাইন এর ব্যবস্থা করেন উপজেলা ইসলামী ছাত্রশিবির এবং কলেজ শাখা ছাত্রশিবির।সকাল থেকেই ছাত্রশিবিরের নেতাকর্মীরা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলার আমির ও মাদারীপুর-১(শিবচর)  আসনের জামায়াতের মনোনীত প্রার্থী মাওলানা সারোয়ার হোসাইন মৃধা বলেন, ‘আমাদের ছাত্রশিবিরের মানবিক ছেলেরা আজকে স্ব স্ব উদ্যোগে তাঁরা এইচএসসি পরীক্ষার্থী এবং তাঁদের সাথে আগত অভিভাবকদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এসকল মানবিক কাজ সত্যিই প্রশংসার দাবিদার। আমাদের ছাত্রশিবিরের কোমলমতি ছেলেরা বিশ্বের দরবারে আমাদের মাথা উঁচু করেছে।আপনারা স্বচক্ষে দেখেছেন জুলাই বিপ্লবে ছাত্রশিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকা। আমি তাঁদের জন্য মনখুলে দোয়া করি।’ 

শিবচর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ আল-আমিন বলেন,‘ছাত্রশিবির বাংলাদেশের একটি সাহসী সংগঠন। এ সংগঠন সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল।পরীক্ষার সময় কোন শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সকাল থেকেই নজর রাখছে ছাত্রশিবিরের একটি দল। পরীক্ষার্থীদের সাথে আগত কোন অভিভাবক যেন কষ্ট না পায়,তাদের জন্য ছায়াযুক্ত স্থানে বসার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থী এবং অভিভাবকগণ তীব্র গরমে যাতে অসুস্থ না হয়ে যায় সেজন্য আমরা খাবার স্যালাইনের ব্যবস্থা করেছি।পরীক্ষার্থীরা যেন তাদের গন্তব্যে  সঠিকভাবে পৌঁছাতে পারে সেদিকে নজর রাখবে।’

ছাত্রশিবিরের এ মহতী উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে পরীক্ষার্থী তৈয়বুর রহমান তন্ময় বলেন,‘ছাত্রশিবিরের এ মহতী উদ্যোগকে আমি সাদুবাদ জানাই।তারা আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে।আমি পরীক্ষা শেষে ছাত্রশিবিরের এই কাজের সাথে সম্পৃক্ত হবো।’

এসময় অন্যান্যদের মধ্যে শিবচর উপজেলা ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি রায়হান মাহমুদ,সাবেক সভাপতি শাহ সুলতান, সেক্রেটারি মোহাম্মদ মুজাহিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন,বাইতুল মাল সম্পাদক মোঃ জিসান  কাজী,হাসান,আরিফসহ দলের আরো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

ফারুক

×