
ছবিঃ সংগৃহীত
বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্রের তিনদিনেও সন্ধান মেলেনি।
নিখোঁজের ঘটনায় আজ মঙ্গলবার সন্ধ্যায় বরিশালের গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া মাদরাসা ছাত্র মাহমুদ ইসলাম রাফি (১৪) বরিশালের বাবুগঞ্জ উপজেলার আগরপুর ইউনিয়নের ঠাকুরমল্লিক গ্রামের মাহবুব ফকিরের একমাত্র ছেলে।
মাহবুব ফকির জানান, গত রবিবার (২২ জুন) বিকেলে বাড়ি থেকে গৌরনদী উপজেলার হোসনাবাদ দূরানী বাড়ি হাফিজিয়া মাদরাসায় যাওয়ার পথে রাফি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। রাফি ওই মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
মাহবুব ফকির আরও জানান, ছেলেকে না পেয়ে আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও রাফির কোনো সন্ধান পাওয়া যায়নি। একমাত্র ছেলের সন্ধান পেতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
মারিয়া