
চট্টগ্রামের হাটহাজারীতে আগুনে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে হাটহাজারী উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ টাকা, টিন, চাল ও কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার গুমানমর্দন ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকার মনির আহমদ মিস্ত্রির বাড়িতে এক সাথে পুড়ে যাওয়া ৩টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নিয়াজ মোর্শেদ।
উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১টার দিকে হাটহাজারী উপজেলার চৌমুহনী বাজার এলাকায় মনির আহমদ মিস্ত্রির বাড়ির মো. ইউছুপ এর ছেলে মো. আলী, এরশাদ আলী, মো. আনোয়ার আলীর ঘরে আগুন লাগে। আগুনে ৩টি পরিবারের ঘরসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়। এতে নিঃস্ব হয়ে পড়ে অসহায় পরিবারগুলো। সম্পূর্ণ ক্ষতিগ্রস্তদের জনপ্রতি ৬ হাজার টাকার চেক এবং ২ বান টিন, ২০ কেজি চাল এবং কম্বল প্রদান করা হয়।
সজিব