
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শেষ হলো ‘ভূমি সেবা সপ্তাহ’। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলা ভূমি অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলার সমাপনী অনুষ্ঠান। তিন দিনের এই মেলায় প্রায় ৭০ লক্ষাধিক টাকা ভূমি উন্নয়ন কর হিসেবে আদায় করা হয়েছে।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ জনকণ্ঠকে জানান এই আয়োজনে ভূমি অফিসের সেবা ক্যাম্পগুলোতে সাধারণ মানুষের মাঝে নামজারি, ই-নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন কর পরিশোধের পদ্ধতি, বকেয়া করের পরিণতি ও মামলা প্রক্রিয়া, খাস জমি উদ্ধার এবং সরকারি খালের জায়গা দখলমুক্ত রাখার গুরুত্ব বিষয়ে বিশদ পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হয়।
সেবা সপ্তাহে সরাসরি অংশগ্রহণকারী বহু নাগরিক ভূমি অফিসের পরিবর্তনশীল কর্মপদ্ধতির প্রশংসা করেন। পূর্বের জটিলতা ও হয়রানির বদলে এখন অনেক সহজ, স্বচ্ছ ও মানবিক পরিবেশে ভূমি সংক্রান্ত সেবা পাওয়া যাচ্ছে। এমন প্রতিক্রিয়া উঠে এসেছে উপস্থিত সাধারণ মানুষের মুখে।
এ উপলক্ষ্যে ভূমি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। এসব আয়োজন ছিল নতুন প্রজন্মকে ভূমি অধিকারের বিষয়ে শিক্ষিত ও সচেতন করে তোলা।
এছাড়াও ভূমি উন্নয়ন কর আদায় নির্ধারিত লক্ষ্যমাত্রায় সর্বোচ্চ কর আদায়কারী ফতেপুর ভূমি উন্নয়ন সরকারি কর্মকর্তা মাহমুদ আব্দুল জব্বারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া একজন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ বছর উপজেলায় মেলার মাধ্যমে প্রায় ৭০ লক্ষ্যাধিক টাকা ভূমি উন্নয়ন কর হিসেবে আদায় করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজের সভাপতিত্বে কানোনগো মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের মিউটেশন কর্মকর্তা রোকনুজ্জামান, ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী নায়েব আব্দুল জব্বার, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি মো. ইমারত হোসেন, শাহবাজপুর ভূমি অফিসের সবারই ভূমি উন্নয়ন কর্মকর্তা দ্বীপসহ অন্যান্যরা।
এছাড়াও অনুষ্ঠানে কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাগর আহমেদ রিপন, সফিপুর ভূমি অফিসের সরকারি ভূমি উন্নয়ন কর্মকর্তা স্ত্রী শচীন চন্দ্র সরকার, মোসাম্মৎ খাদিজা বেগমসহ সেবাগ্রহীতা এবং নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।