ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৮ মে ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

কুমিল্লায় ট্রাক চাপায় অটো রিক্সাচালক নিহত

মীর শাহ আলম, নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

প্রকাশিত: ২৩:৪৩, ২৭ মে ২০২৫; আপডেট: ২৩:৪৬, ২৭ মে ২০২৫

কুমিল্লায় ট্রাক চাপায়  অটো রিক্সাচালক নিহত

ছবিঃ সংগৃহীত

কুমিল্লায় ট্রাক চাপায় সানাউল্লাহ সরকার নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন মঙ্গলবার কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলার  দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস স্টেশনে এ ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক সানা উল্লাহ সরকার (৩৫)।  উপজেলার বাঙ্গুরী গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে কুমিল্লাগামী মালবাহী একটি ট্রাকের সঙ্গে সানা উল্লাহর অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ সময় গুরুতর আহত অবস্থায় চালক সানা উল্লাহকে উদ্ধার করে দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মীরপুর হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ পারভেজ আলী  জানান, খবর পেয়ে  পুলিশ ঘটনাস্থলে গিয়েছে । দুর্ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।  ঘাতক ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।

আলীম

×