ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঘোরাফেরা করছিলেন ভোরে, বিজিবির জালে ধরা পড়লো ১৪ জন!

প্রকাশিত: ১০:৩৫, ১৬ মে ২০২৫

ঘোরাফেরা করছিলেন ভোরে, বিজিবির জালে ধরা পড়লো ১৪ জন!

ছ‌বি: সংগৃহীত

মৌলভীবাজারে কুলাউড়া উপজেলার মুরইছড়া সীমান্ত দিয়ে এবার ১৪ জনকে পাঠিয়েছে বিএসএফ। এরা সবাই কুড়িগ্রামের ফুলবাড়ি থানার বাসিন্দা।

বিজিবি পুলিশ জানায় বৃহস্পতিবার ভোরে মুরইছড়া সীমান্ত দিয়ে চারজন পুরুষ, চারজন শিশু এবং ছয় জন নারীসহ মোট ১৪ জনকে কাঁটাতারের গেট খুলে পাঠিয়ে দেয় বিএসএফ। এরপর সকালে সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি টহল দল। তাদের আটক করে মুরইছড়া ক্যাম্পে নিয়ে আসে।

জিজ্ঞাসাবাদের পর তাদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতরা জানায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে তারা রাজস্থানে একটি ইট ভাটার কাজ করতো। বুধবার ভারতীয় পুলিশ তাদের আটক করে দায়িত্বরত বিএসএফ এর হাতে তুলে দেয়।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=JMk70In4GCw

এএইচএ

×