
ছবি:সংগৃহীত
ফেনী সদর উপজেলার কাজীরবাগের গিল্লাবাড়িয়া এলাকায় বিনা অনুমতিতে ফসলী জমির মাটি কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় মো. মশিউর রহমান চৌধুরী (৪০), পিতা- মৃত শরীয়ত উল্লাহ চৌধুরী, উত্তর বিরিঞ্চি, ফেনী সদর, ফেনী ও মো. রফিকুল ইসলাম (৩৮), পিতা- মৃত আব্দুল করিম, ৯নং ওয়ার্ড, ধর্মপুর, ফেনী সদর, ফেনী কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী উভয়কে ১,০০,০০০/- (এক লাখ টাকা )টাকা করে মোট ২,০০,০০০/- (দুই লাখ টাকা )জরিমানা করা হয়।
দেশের মাটি ধ্বংসকারী এসব গণশত্রুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভ্রম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট ও ফেনী সদর সহকারী কমিশনার (ভুমি) সজীব তালুকদার।
বুধবার দিবাগত রাত দেড়টায় ফেনী সদর থানার কাজীর বাগ এলাকায অভিযান পরিচালনা করা হয।
আলীম