ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নীলগাই উদ্ধার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২২:১৪, ১১ মে ২০২৫

পঞ্চগড় সীমান্তে ভারতীয় নীলগাই উদ্ধার

পঞ্চগড়ের সীমান্তে ধরা পড়লো একটি নীলগাই

আবারও পঞ্চগড়ের সীমান্তে ধরা পড়লো একটি নীলগাই। রবিবার সকালে পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী সরকারপাড়ার একটি ভূট্টা খেতে স্থানীয়রা নীলগাইটি দেখতে পান। খবর পেয়ে পঞ্চগড় বনবিভাগ ও প্রাণিসম্পদ বিভাগের কর্মীরা সেখানে গিয়ে নীলগাইটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এর আগেও পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে নীলগাই উদ্ধার করা হয়েছে। 
পঞ্চগড় বনবিভাগের কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, খবর পেয়ে আমরা নীলগাইটি উদ্ধার করি। সীমান্তের কাঁটাতারের বেড়ার ফাঁক গলিয়ে ভারত থেকে আসার সময় নীলগাইটি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। প্রাণিসম্পদ বিভাগের সহায়তায় নীলগাইটি সুস্থ করার চেষ্টা চলছে। পুরোপুরি সুস্থ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

×