ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ইসলামপুরে মাদ্রাসায় ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০

এস এ রকিব, নিজস্ব সংবাদদাতা, ইসলামপু্‌র, জামালপুর

প্রকাশিত: ১৭:৫৮, ১১ মে ২০২৫

ইসলামপুরে মাদ্রাসায় ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০

ছবি : জনকণ্ঠ

জামালপুরের ইসলামপুরে নূরানী মাদ্রাসায় ছাত্র-ছাত্রী ভর্তি করাকে কেন্দ্র করে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

রবিবার দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ইসলামপুর-ঝগড়ারচর সড়কের কড়ইতলা মাদ্রাসা মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে সড়ক অবরুদ্ধ থাকায় কয়েক কিলোমিটারজুড়ে শতাধিক যানবাহন আটকে পড়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে কড়ইতলা এলাকায় মফিজুর রহমানের জামিয়া সুলতানিয়া রওজাতুল কুরআন মহিলা মাদ্রাসা এবং ওবায়দুল হোসেনের রাবেয়া বুশরী নূরানী মাদ্রাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে মফিজুর ও ওবায়দুলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রবিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, “সংবাদ পেয়ে পুলিশের ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, আহতরা উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সা/ই

×