ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৪:৩৫, ১১ মে ২০২৫

বরিশালে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম সরদার (৩৫) পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি শেখ আমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতকে আজ রবিবার (১১ মে) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

ওসি আরও জানান, শনিবার (১০ মে) দিবাগত রাত সাড়ে নয়টার দিকে হরিনাথপুর ইউনিয়নের শাওড়া সৈয়দখালী পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ইমতিয়াজের নেতৃত্বে অভিযান চালিয়ে হালিম সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি (হালিম) হরিনাথপুর এলাকার জানে আলম সরদারের ছেলে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। 

ওই এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত আব্দুল হালিম সরদারের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে এমন বিস্তার অভিযোগ রয়েছে।

×