ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আ. লীগ নিষিদ্ধকে স্বাগত জানিয়ে আখাউড়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

রীনা আক্তার, নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া 

প্রকাশিত: ১৩:৩৮, ১১ মে ২০২৫

আ. লীগ নিষিদ্ধকে স্বাগত জানিয়ে আখাউড়ায় আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

আওয়ামী লীগ নিষিদ্ধকে স্বাগত জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় একটি সমাবেশ থেকে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধের দাবি জানানো হয়। 

শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে আখাউড়া রেলওয়ে জাংশন স্টেশনে এসে শেষ হয়।

এসময় বক্তব্য রাখেন, মো. জমসেদ ভুঁইয়া, আসিফ নেওয়াজ, রুবায়েদ খান, শুভ চৌধুরী, ফারহান সাকিব, সাদমান ফারুকী, সৈকত প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, 'আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় আপাতত স্বস্তি পাওয়া গেছে। কিন্তু তাদেরকে দল হিসেবে নিষিদ্ধ না করা পর্যন্ত খুশি হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করবো সরকার এ বিষয়ে পদক্ষেপ নিবে।
 

সজিব

×