ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

শিল্পাচার্য উদ্যানে উচ্ছেদ অভিযান বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ে প্রতিবাদী কথা সমাবেশ

নিজস্বসংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ

প্রকাশিত: ২২:৫০, ৩০ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:৫১, ৩০ এপ্রিল ২০২৫

শিল্পাচার্য উদ্যানে উচ্ছেদ অভিযান বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যলয়ে প্রতিবাদী কথা সমাবেশ

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অভিযান চালিয়ে সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এগুলো উচ্ছেদ করা হয়।
সাহিত্য সংসদ মঞ্চ ভাঙতে এসে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। তবে ইজারা না নিয়ে স্থাপনা গড়ে তোলায় বুলডোজার দিয়ে মঞ্চটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের কাঁদতে দেখা গেছে।

স্থানীয় কবি-সাহিত্যিকরা জানান, ১৯৮১ সালে ময়মনসিংহে সাহিত্য সংসদ মঞ্চ প্রতিষ্ঠা করা হয়। এর দুই বছর পর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে সাহিত্য সংসদ মঞ্চ তৈরি করা হয়। কবি-সাহিত্যিকরা এখানে বিভিন্ন উৎসব উদযাপনসহ কবিতা ও সাহিত্যের চর্চা করতেন। হঠাৎ বুলডোজার দিয়ে মঞ্চটি গুঁড়িয়ে দেওয়া হলো।

কবি শামীম আশরাফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ময়মনসিংহ সংস্কৃতির নগরীর। এখানে ‘সাহিত্য পল্লি’ করার কথা ছিল। কিন্তু তা হয়নি।’
তিনি আরও বলেন, ‘এখানে সাহিত্যের আয়োজন চলতো। এটা ভাঙা মানে আমাদের মন ভাঙা, আমাদের সাহিত্যের সবকিছু ভেঙে দেওয়া। সাহিত্য সংসদের মঞ্চ ভেঙে দেওয়া মানে, সংস্কৃতিকে ভেঙে দেওয়া।’

সাহিত্য সংসদের মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদী কথা, কবিতা ও গান পরিবেশন করা হবে বলে জানান কবি শামীম আশরাফ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সুমনা আল মজীদ জনকন্ঠকে বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলোর বৈধ কোনো কাগজপত্র নেই। ইজারা দেওয়া হতো না। তাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
 

 

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার