
ছবি সংগৃহীত
প্রকাশ্যে উৎপাদন হচ্ছে নিষিদ্ধ পলিথিন বিপর্যস্ত জনজীবন শিরোনামে জনকণ্ঠ পত্রিকায় সংবাদ প্রকাশের পর পলিথিন কারখানাসহ চারটি প্রতিষ্ঠানে আজ মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফেরোজ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। উপজেলার মুরাদপুর উত্তরপাড়া এলাকায় সোহাগ এন্টারপ্রাইজ নামের একটি রং তৈরির কারখানা, উপজেলার চত্বরের জোড়া ব্রীজ এলাকায় নুরুল ইসলাম প্লাষ্টিক কারখানা , বাজার এলাকায় পলিথিন উৎপাদন কারখানা এবং একই এলাকায় সিসা তৈরির কারখানায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় বায়ু দূষণ নীতিমালার বিধি ২০২২ এর ৮/১৭ ধারায় সোহাগ এন্টারপ্রাইজ নামের একটি রং তৈরির খানার মালিককে ৪৮হাজার ও ভোক্তা অধিকার আইন এর বিধি ৩৭ ও ৪৩ বিধি অনুযায়ী নুরুল ইসলাম প্লাষ্টিক কারখানার মালিক নুরুল ইসলামকে ৪৩ হাজার টাকাসহ চারটি কারখানাকে প্রায় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফেরোজ জানায় পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। তারই ধারা বাহিকতায় আজও পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। আমরা যখনই কোথাও পরিবেশ দূষণ হচ্ছে এমন সংবাদ জানতে পারবো তখনই ওইখানে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে মোবাইল কোট পরিচলনা করবো এবং তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবো।
আদালত পরিচালনার সহযোগীতা করেন গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, উপজেলা ভূমি অফিসের নাজির আতিকুর রহমান, পুলিশের উপ পরিদর্শক এসআই হাবিবুর রহমানসহ অন্যান্যরা।
আশিক