ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

আড্ডার খরচ বাঁচিয়ে ছিন্নমূল শিশুদের জন্য স্কুল, নতুন আশার আলো ‘আমরা করবো জয়’

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১১:১৯, ২৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:২০, ২৯ এপ্রিল ২০২৫

আড্ডার খরচ বাঁচিয়ে ছিন্নমূল শিশুদের জন্য স্কুল, নতুন আশার আলো ‘আমরা করবো জয়’

ছবিঃ সংগৃহীত

অধিকারবঞ্চিত শিশুদের শিক্ষা কার্যক্রম থেকে ঝরে পড়া ঠেকাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একদল শিক্ষার্থীর উদ্যোগে চালু হয়েছে সাপ্তাহিক পাঠদান কর্মসূচি ‘আমরা করব জয়’।

নগরীর কীর্তনখোলা নদীতীরের চাঁনমারি সংলগ্ন কলোনির শতাধিক শিশু শিক্ষার্থীকে নিয়ে এ কার্যক্রম শুরু করেছে ববির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পদাতিক’।

প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ পাঠদান কার্যক্রম।

পাঠগ্রহণে আগ্রহী করতে অ্যাকাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিশুদের নিয়ে গান, কবিতাসহ গল্পের আসরের আয়োজন করা হয়ে থাকে। পাশাপাশি এ সংগঠন থেকে বিনামূল্যে প্রদান করা হচ্ছে শিক্ষা উপকরণ।

ববি শিক্ষার্থীদের হাত খরচ থেকে বাঁচানো টাকায় এ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন পদাতিকের সভাপতি ভূমিকা সরকার।

কলোনির বাসিন্দা এক শিশু শিক্ষার্থীর অভিভাবক মনোয়ারা বেগম বলেন, নানান কারণে আমাদের সন্তানদের শিক্ষা গ্রহণ বাঁধাগ্রস্ত হয়ে থাকে। তাই অধিকাংশ শিশুরাই অল্প বয়সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ অবস্থার মধ্যে ভার্সিটির শিক্ষার্থীদের পরিচালিত এ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পড়ানো হচ্ছে।

এ কারণে বাচ্চারা খেলতে গিয়ে বই পড়ছে। এ কার্যক্রম নিয়মিত পরিচালিত হলে কলোনির শিশুরা পড়াশোনায় আরও আগ্রহী হবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন।

ববি শিক্ষার্থী ও পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, সমাজের অধিকারবঞ্চিত শিশু শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে যথাযথ শিক্ষা প্রদানের জন্য আমাদের এ উদ্যোগ। অবসর সময়ে আড্ডা না দিয়ে নাগরিক দায়িত্ববোধের জায়গা থেকে আমরা এ স্কুল পরিচালনা করছি।

তিনি আরও বলেন, ববি শিক্ষার্থীদের হাত খরচ থেকে বাঁচানো টাকায় এ কার্যক্রম চালানো হচ্ছে।

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজ বলেন, পদাতিকের উদ্যোগে অধিকারবঞ্চিত শিশুদের পাঠদানের এ কার্যক্রম সমাজের দৃষ্টান্ত। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসা উচিত।
 

মারিয়া

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার