ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সময় বাড়লেও গতি নেই গড়াই সেতু নির্মাণে, ক্ষুব্ধ স্থানীয়রা

শহিদুল ইসলাম, রাজবাড়ী।

প্রকাশিত: ২২:০০, ২২ এপ্রিল ২০২৫

সময় বাড়লেও গতি নেই গড়াই সেতু নির্মাণে, ক্ষুব্ধ স্থানীয়রা

রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহ জেলার সীমান্তঘেঁষা এলাকাকে সংযুক্ত করতে গড়াই নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ শুরু হয়েছিল ২০২০ সালের ৩ জুন। ৬৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুর কাজ দ্রুত শেষ হলে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হতো। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি সেতুর নির্মাণ কাজ, আর এতে করে ক্ষোভে ফুঁসছে স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাজবাড়ী কার্যালয় সূত্রে জানা গেছে, ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্প’ (সিআইবিআরআর)-এর আওতায় প্রায় ৬৩ কোটি ৯১ লাখ টাকায় এ সেতু নির্মাণের চুক্তি হয়। কাজটি বাস্তবায়ন করছে মীর হাবিবুল আলমের (জেভি) এমএম বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং। ২০২৩ সালের ৩ জুন কাজের মেয়াদ শেষ হলেও দ্বিতীয় দফায় সময় বাড়ানো হয়।

সোমবার (২১ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের নাদুরিয়া ঘাটে সেতু নির্মাণকাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। সবগুলো খুঁটির কাজ শেষ হলেও এখনো বসানো হয়নি ৫টি স্প্যান। এর মধ্যে দুইটি গার্ডার সাইটে প্রস্তুত থাকলেও বাকি তিনটির কোনো অগ্রগতি দেখা যায়নি। কাজের জন্য প্রয়োজনীয় শ্রমিকও পর্যাপ্ত নয়।

স্থানীয়দের অভিযোগ, প্রায় পাঁচ বছর পেরিয়ে গেলেও সেতুর কাজ শেষ করতে না পারাটা অত্যন্ত হতাশাজনক। কেবল ৭-১০ জন শ্রমিক দিয়ে এত বড় প্রকল্প শেষ করা সম্ভব নয় বলেও তারা দাবি করেন। পাশাপাশি সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণ এখনও শুরু হয়নি, যা প্রকল্প বাস্তবায়নে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধির দায়িত্বে থাকা কে. এম. ইয়াহিয়া বলেন, ‘সেতুর কাজ প্রায় ৮০ শতাংশ শেষ হয়েছে। সংযোগ সড়কের জন্য জমি অধিগ্রহণ না হওয়ায় বাকি কাজ থমকে আছে।’

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, ‘সেতু নির্মাণের বিষয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় আলোচনা হয়েছে। ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা রয়েছে, যেটি নিরসনের চেষ্টা চলছে।’

এলজিইডির রাজবাড়ী জেলার নির্বাহী প্রকৌশলী ইউসুফ হোসেন বলেন, ‘সেতু নির্মাণে শুরুর দিকে ধীরগতি ছিল, সেটা ঠিক। বর্তমানে কাজের গতি কিছুটা বেড়েছে। জমি অধিগ্রহণের কাজ শেষ হলে দ্রুতই বাকি কাজও শেষ করা যাবে।’

স্থানীয়দের দাবির প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমন প্রত্যাশায় দিন গুনছে তিন জেলার মানুষ।

রিফাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার