ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

মাধবদীতে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, নরসিংদী

প্রকাশিত: ২১:৩৮, ১৯ এপ্রিল ২০২৫

মাধবদীতে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

মাধবদীতে শুক্রবার রাতে স্ত্রী মানসুরা বেগমকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার পরদিন সকালে স্বামী রাজু মিয়া নিজেই বাবুরহাট বাজারের ধূমকেতু সংঘ মাঠ সংলগ্ন একটি ভবনের কার্নিশের সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে। মাধবদী থানা পুলিশ সকালে উভয়ের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। রাজু মিয়া বালুসাইর গ্রামের আলী আহম্মেদের ছেলে এবং মানসুরা একই গ্রামের আব্দুল আলীর মেয়ে বলে জানা গেছে। তারা উভয়েই বালুসাইর গ্রামে বসবাস করত। দীর্ঘ ১৫ বছর সংসার জীবনে তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাটে কুপিয়ে হত্যা
নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ থেকে জানান, চুনারুঘাট উপজেলায় আব্দুল হাই (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঘটনাস্থলের পার্শ্ববর্তী জারুলিয়া গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, দুপুরে আব্দুল হাই ডুলনা গ্রামের রাস্তার পাশে নিজের জায়গা থেকে বাঁশ কাটছিলেন। এ সময় কয়েক নারী-পুরুষ এগিয়ে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়ে আব্দুল হাই ঘটনাস্থলেই মারা যান। থানার ওসি বলেন, নিহত ব্যক্তির মরদেহ হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লায় স্ত্রীকে হত্যা করে আত্মসমর্পণ
নিজস্ব সংবাদদাতা কুমিল্লা থেকে জানান, পারিবারিক কলহের জের ধরে  স্ত্রী মৌসুমী বেগমকে গলা টিপে হত্যা করে স্বামী বাছির আহমদ থানায় আত্মসমর্পণ করেছেন। জেলার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জে শনিবার এ ঘটনা ঘটে। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন  মুরাদনগর থানার ওসি জাহেদুর রহমান। পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, বাছির ও মৌসুমী  দম্পতি মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারের নাগরপাড়ে ভাই ভাই  টাওয়ারে বসবাস করেন। তাদের একটি ছেলে ও একটি মেয়ে শিশু সন্তান রয়েছে। শনিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী বাছির আহমেদ (৩৫) তার স্ত্রী  মৌসুমী বেগমকে (২৫) গলা টিপে হত্যা করে। এই ঘটনার পর মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ স্বামী বাছির আহমেদ তার স্ত্রী মৌসুমীর লাশ ঘরে রেখে  মুরাদনগর থানায় আত্মসমর্পণ করে।
তাড়াশে পিকআপ চালকের গলাকাটা লাশ
 
সংবাদদাতা তাড়াশ, সিরাজগঞ্জ থেকে জানান, তাড়াশে পিকআপচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রাশেদুল ইসলাম (৪০)। সে তাড়াশ পৌর সদরের ওয়াপদা বাঁধ এলাকার আব্দুল কাদেরের  ছেলে ও পিকআপ চালক। তাড়াশ-রানীরহাট অঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে শুক্রবার রাতের যে কোনো সময়ে দুষ্কৃতকারীরা তাকে জবাই করে হত্যা করে রাস্তার পাশে লাশ ফেলে চলে যায়। বিষয়টি তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান নিশ্চিত করেছেন।
রংপুরে যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা, রংপুর থেকে জানান, রংপুরের পীরগাছায় ফারুক হোসেন (৩৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ১৯ এপ্রিল সকালে পারুল ইউনিয়নের গুলাল গ্রামের নিজ বাড়ির পাশের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। যুবকের মরদেহ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত ফারুক হোসেন ওই গ্রামের নজির হোসেনের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। তার দুই সন্তান রয়েছে এবং স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাজারে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। শনিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

প্যানেল

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার