ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

হাসপাতালে যাওয়ার পথে বাস চাপায় মারা গেলো মা-ছেলে

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর

প্রকাশিত: ২০:০০, ২৯ মার্চ ২০২৫; আপডেট: ২০:০৩, ২৯ মার্চ ২০২৫

হাসপাতালে যাওয়ার পথে বাস চাপায় মারা গেলো মা-ছেলে

ছবি: জনকণ্ঠ

লক্ষ্মীপুরে দুই যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে একটি যাত্রীবাহী শাহী বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাতে থাকা যাত্রী জুঁথি বেগম (১৮) ও তার দেড় বছরের সন্তান শিহাবের প্রাণ নিভে যায়। আহত হয় জুঁথির স্বামী কুয়েত ফেরত শরীফ হোসেন (৩২), ভাগিনা রাজা মিয়ি (২২) ও অটোরিকশা চালক। চালকের পরিচয় জানা সম্ভব হয়নি। তারা সবাই চিকিৎসাধীন রয়েছেন।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাত দেড়টার  দিকে লক্ষ্মীপুর টু ভোলা বরিশাল রুটের কাচারি বাড়ি নামকস্থানে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূ জুঁথি ও শিশু শিহাব সদর উপজেলার শাকচর জব্বার মাস্টার হাট এলাকার কুয়েত প্রবাসী শরীফের স্ত্রী ও শিহাব তাদের শিশু সন্তান। জুঁথি ও তার শিশুপুত্রের লাশ দাফনের প্রস্তুতি চলছে তার বাবার বাড়ি লাহারকান্দি ইউনিয়নের হাজী মার্কেট এলাকায়।

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি পরিবার সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে হঠাৎ গৃহবধূ জুথির বুক ব্যথা অনুভব হয়। তাৎক্ষণিকভাবে তার স্বামী শরীফ একটি অটোরিকশা নিয়ে স্ত্রী জুথি, ছেলে শিহাব ও তার ভাগিনা রাজাকে নিয়ে সদর হাসপাতালে দিকে রওনা দেন। কাচারি বাড়ি নামক স্থানে পৌঁছলে মজু চৌধুরী ফেরি ঘাট এলাকা থেকে ছেড়ে আসা যাত্রী বাস শাহী পরিবহন অপর যাত্রীবাহী বাস জোনাকি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাকে চাপা দেয় শাহী পরিবহন। যার ফলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। নিহত হয় মা-ছেলে। আহত হয় অটোরিকশার চালকসহ ৩জন। শাহী পরিবহন আটক রয়েছে। কুয়েত প্রবাসী শরীফ পরিবারের সঙ্গে ঈদ করার জন্য ১০/১৫দিন দিন আগে দেশে আসেন।

সদর মডেল থানার ওসি আব্দুল মোন্নাফ জানান, সড়ক দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহী পরিবহনের একটি বাস আটক করা রয়েছে।

শহীদ

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার