
দেশের মানুষ শান্তি শৃংঙ্খলা ও এলাকার উন্নয়ন চায়। যারা দেশের দখল চাঁদাবাজি, সন্ত্রাসী করে দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের কে দেশের মানুষ পছন্দ করে না। তাই দেশে সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই হবে না বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ।
শুক্রবার (২১মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের ধনবাড়ীর পৌর এলাকার রূপশান্তি এলাকায় ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, বিগত সরকারের সময়ে দেশ দুর্নীতিগ্রস্ত হয়েছে। তাই দেশের মানুষ এখন উন্নয়ন চায়। সেই সাথে দেশের মানুষ আগামী দিনে খুবই শান্তিপূর্ণ একটি নির্বাচন চায় যাতে প্রত্যেকের ভোট পছন্দ মত প্রার্থীকে দিতে পারে। তাই দ্রæততম সময়ের মধ্যে বর্তমান সরকারকে নির্বাচন দেওয়ার আহবান জানান। এবং কী আগামী দিনে মধুপুর-ধনবাড়ী টাঙ্গাইল-১ আসনে বিএনপি থেকে নির্বাচন করতে চাই। যদি জনগনের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হতে পারি। তাহলে এই মধুপুর ধনবাড়ীতে কোন ধরণের সন্ত্রাস চাঁদাবাজদের ঠাঁই হবে না। গ্রাম থেকে শহরে সকল উন্নয়নের ছোঁয়া বইয়ে দিব ইনশাআল্লাহ।
এসময় স্থানীয় বিএনপি নেতা তারা মিয়া, সাবেক ইউপি সদস্য আবুল কালাম আজাদ, মঞ্জু ফকির,মধুপুর উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ,উপজেলা বিএনপি’র মৎস্য বিষয়ক সম্পাদক সাবেক ইউপি সদস্য নূরুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
ইফতার মাহফিলে ধনবাড়ী-মধুপুরের বিএনপি’র কর্নেল আজাদের কর্মী সমর্থক যুবদল, ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ রূপশান্তি এলাকার জনগন উপস্থিত ছিলেন।
আফরোজা