
মোরেলগঞ্জে ফুটপাতে দোকানে নিম্ন্ন্ন আয়ের মানুষের কেনাকাটা
ঈদ যত ঘনিয়ে আসছে নোয়াখালীতে ঈদের কেনাকাটা তত জমজমাট হয়ে উঠেছে। নোয়াখালীর বিপণি বিতানগুলোতে জমে উঠছে ঈদ বাজার। জেলার অভিজাত শপিংমলগুলো ছাড়াও রাস্তার দু’পাশের ফুটপাতে ক্রেতাদের কেনাকাটা করার ভিড় লক্ষ্য করা গেছে।
ঈদে নতুন পোশাক না হলে যেন পরিপূর্ণতা হয় না ঈদ আনন্দ। ফলে ধনী-মধ্যবিত্ত-গরিব সবার সামর্থ্য অনুযায়ী নতুন জামা-কাপড় কেনাকাটা করতে ছুটে আসছেন বিপণি বিতানগুলোতে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে এই কেনাকাটা।
বিশেষ করে মেয়েদের থ্রি-পিস, শাড়ি কাপড়, কসমেটিক্স। ছেলেদের পাঞ্জাবি ও জুতার দোকানগুলোতে ক্রেতাদের বেশি ভিড় দেখা গেছে।
জেলার অভিজাত বিপণি বিতানগুলোর মধ্যে রয়েছে, সুপার মার্কেট, আড়ং, বিশাল সেন্টার, টার্গেট, কেনাকাটা, শ্রীনাথ, অঙ্গশোভা, হকার্স মার্কেট, আউটলুক, শখ, বিগবাজারসহ বিভিন্ন বিপণি বিতান।
ফেনীতে শপিং মল থেকে ফুটপাত একাকার
নিজস্ব সংবাদদাতা, ফেনী থেকে জানান, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের দিক দিয়ে দেশের শীর্ষস্থানীয় জেলা ফেনী। ফেনীর বিভিন্ন বাজারে জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ফুটপাত কিংবা অভিজাত শপিংমল সব জায়গায় পছন্দের পোশাক ও কসমেটিক কেনা-বেচা চলছে। পরিবারের সবার কাপড় এক দোকানে পেতে ক্রেতা সাধারণ ঝুঁকছেন বাহারি নামি-দামি ব্র্যান্ডের শো-রুমগুলোতে। এদিকে বখাটে ও ছিনতাইকারীদের দৌরাত্ম্য ঠেকাতে মাঠে রয়েছে ডিবি পুলিশ ও সাদা পোশাকে পুলিশের একাধিক টিম। ঈদে পণ্য বিক্রি বাড়াতে ফেনীতে বেশ কয়েকটি অভিজাত বিপণি বিতান শপিংমল ও ব্র্যান্ডের শো-রুমগুলোকে হরেক রকম আলোকসজ্জা আর বাহারি রকমের নজরকাড়া আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাজানো। ক্রেতাদের আকৃষ্ট করতে শপিংমলগুলোতে লটারির মাধ্যমে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে।
মোরেলগঞ্জে ফুটপাতে ভিড়
নিজস্ব সংবাদদাতা, মোরেলগঞ্জ, বাগেরহাট থেকে জানান, পবিত্র মাহে রমজান ঈদুল ফিতরকে সামনে রেখে মোরেলগঞ্জে গার্মেন্টস ও কাপড়ের দোকানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকানগুলোতে নিম্ন্ন্ন আয়ের মানুষের কেনাকাটায় উপচে পড়া ভিড়। এবারে মন কেড়েছে পাকিস্তানি কাওয়ালি করাচি মেয়েদের পোশাক, পাশাপাশি চাহিদা কমতি নেই পাকিস্তানি থ্রি-পিস, ইন্ডিয়ান থ্রি-পিস, সারারা, গারারাসহ বিভিন্ন নামের নানান রঙের পোশাক। গতবছরের চেয়ে প্রতিটি পোশাকে দাম বৃদ্ধি পেয়েছে ১০০ থেকে ১৫০ টাকা, প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দোকানগুলোতে একইভাবে চলছে কেনাবেচা, বাজার মনিটরিং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে প্রশাসনের পক্ষ থেকে রাখা হচ্ছে নজরদারি, মাঠে থাকছে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক ও পুলিশের মনিটরিং টিম।