
ছবি : জনকণ্ঠ
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
২০ মার্চ বৃহস্পতিবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সুয়াগাজী বাজার নামক স্থানে সড়ক ও জনপদ বিভাগের অধিগ্রহণকৃত এবং সরকারী খাস জায়গায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবৈধভাবে নির্মিত স্থাপনা এবং প্রায় শতাধিক অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়।
কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সারের নির্দেশনায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ।
এসময় সড়ক ও জনপদ বিভাগের প্রতিনিধিবৃন্দ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মীর শাহ আলম/মো. মহিউদ্দিন