ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২০ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১

ময়মনসিংহের মাহফিলে ইসলামিক গান গাইলেন মিজানুর রহমান আজহারী!

প্রকাশিত: ০২:০৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ময়মনসিংহের মাহফিলে  ইসলামিক গান গাইলেন মিজানুর রহমান আজহারী!

শনিবার (১৫ ফেব্রুয়ারী) ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে ইসলামী স্কলার ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী লাখো মানুষের বিশাল মাহফিলে বক্তব্য দিয়েছেন।মিজানুর রহমান আজহারী বলেন,এদেশের আসল পরিচয় ইসলাম।

মাহফিলে  মিজানুর রহমান আজহারী ইসলামিক গানও পরিবেশন করেছেন। তাঁর সুমধুর কন্ঠে তিনি গেয়ে উঠেন,

“এ দেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম,এ দেশে আম জনতার হৃদয়ে জোরে পাক কালাম।

এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়েন ইন্নালল্লাহ।

সুবহানাল্লাহ।সুবহানাল্লাহ।”

মাহফিলের দুই লাখ বর্গফুটের প্যান্ডেল ছাড়াও ১৬ একর সার্কিট হাউস মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশপাশের পার্ক ও সড়কগুলোতেও জনস্রোত নেমে আসে।

এছাড়া জিলা স্কুল মাঠ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল মাঠ ও উমেদ আলী মাঠেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। জিলা স্কুল হোস্টেল মাঠে কয়েক হাজার নারী অংশ নেন। মাহফিলে উপস্থিত সবাই যেন বক্তব্য শুনতে পারেন, সেখানে ২২টি এলইডি পর্দা স্থাপন করা হয়। এছাড়া তিনটি মেডিক্যাল ক্যাম্প, ৪০০ অজুখানা ও ওয়াশরুম, পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও ছিল।

মাহফিল ঘিরে সমগ্র নগরী প্রায় ফাঁকা হয়ে যায়, যেন সমস্ত মানুষই মাহফিল এলাকায় সমবেত হয়েছিল। নিরাপত্তায় প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবকসহ বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ভিডিপির সদস্য মোতায়েন ছিল।

 

সূত্র:https://tinyurl.com/2uvx5c2d

 

আফরোজা

×