ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

বুড়িমারী এক্সপ্রেস, বিরতির দাবিতে কাকিনায় ট্রেন থামিয়ে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা লালমনিরহাট

প্রকাশিত: ১৭:০৮, ২৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৭:০৯, ২৭ জানুয়ারি ২০২৫

বুড়িমারী এক্সপ্রেস, বিরতির দাবিতে কাকিনায় ট্রেন থামিয়ে মানববন্ধন

বুড়মারী এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে লালমনিরহাটের কাকিনা রেলওয়ে স্টেশনে ট্রেন থামিয়ে মানববন্ধন করেছে স্থানীয় লোকজন।

সোমবার দুপুরে বুড়িমারী- ঢাকা রেলরুটে চলাচলকারী বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের কাকিনায় যাত্রাবিরতির দাবিতে ট্রেন থামিয়ে প্রায় দুই ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করা হয়।  কাকিনা নাগরিক কমিটির পক্ষ থেকে অবরোধ ও মানববন্ধনের আয়োজন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে দুপুর ২ টা পর্যন্ত স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের সদস্যরা কাকিনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম ও রেললাইনের ওপর জড়ো হন। পরে তারা লালমনিরহাট থেকে ছেড়ে আসা বিশেষ পর্যবেক্ষণ ট্রেন থামিয়ে দাবির পক্ষে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।

পরে ট্রেনে অবস্থান করা বাংলাদেশ রেলওয়ের সরকারী পরিদর্শক ফরিদ আহমেদ, ট্রেন থেকে নেমে এসে স্থানীয়দের সাথে কথা বলেন। ট্রেনটির যাত্রা বিরতির আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন জানে আলম বুলু, জরিফ উদ্দিন দুলু,সালেহ উদ্দিন আহমেদ। বক্তারা বলেন তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ প্রভাব খাটিয়ে ডি গ্রেডের তুষভান্ডার রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেস বিরতির সুযোগ করে দেওয়া হয়েছে। বি গ্রেডের রেলওয়ে স্টেশন হওয়া সত্ত্বেও কাকিনায় বুড়িমারী এক্সপ্রেস এর যাত্রা বিরতি নেই। এতে স্থানীয় জনগণের ক্ষোভের সৃষ্টি হয়েছে।অনতি বিলম্বে কাকিনা রেলওয়ে স্টেশনে বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবি জানান তারা।

সাজিদ

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার