ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

শাহজাহান ওমরের বিরুদ্ধে বিএনপির আরো এক মামলা

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি

প্রকাশিত: ১৩:২৮, ২৩ নভেম্বর ২০২৪

শাহজাহান ওমরের বিরুদ্ধে বিএনপির আরো এক মামলা

শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামি করে রাজাপুর থানায় আরো একটি মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) রাতে উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেশকিছু অভিযোগ এনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ এ মামলা দায়ের করেন। মামলায় শাহজাহান ওমর ছাড়াও আওয়ামী লীগের আরো ৫৩ জনের নাম উল্লেখপূর্বক দেড়শ ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
 
রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন জানান, এখনই মামলার বিষয়ে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। গতকাল দুপুরে কাঁঠালিয়া উপজেলা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। 

এর আগে, গতকাল সকালে বাড়িতে আসার পথিমেধ্য রাজাপুরের উত্তর পিংড়ি এলাকায় তাকে বহনকারি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা এবং তার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ওই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তারের পর শাহজাহান ওমর সাংবাদিকদের জানান, ‘নিজ এলাকায় তার উপরে হামলা ভাঙচুরের ঘটনা নেক্কারজনক। বাকওয়াজ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বের হয়ে যাবেন এবং তিনি এদেশে আবারো এমপি হবেন মন্ত্রী হবেন।’

এম হাসান

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার