ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রাহায়ণ ১৪৩১

নীলফামারীতে ৫৬ বিজিবির নিয়োগ পরীক্ষা স্থগিত

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ১৮:০৯, ৯ নভেম্বর ২০২৪; আপডেট: ১৮:১০, ৯ নভেম্বর ২০২৪

নীলফামারীতে ৫৬ বিজিবির নিয়োগ পরীক্ষা স্থগিত

৫৬ বিজিবি-র নীলফামারী ব্যাটালিয়ানে সৈনিক  নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে সড়ক অবরোধ করে চাকরি প্রত্যাশীদের একটি অংশ। এ সময় তারা বিক্ষোভও করে।  আজ শনিবার (৯ নভেম্বর) বেলা সারে ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত প্রায় দুই ঘন্টা নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানীস্থ  ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ানের সদর দপ্তরের  সামনের  এই অবরোধ করা হয়। পরে বেলা সোয়া একটার দিকে ৫৬-বিজিবির প থেকে ওই নিয়োগ  পরীক্ষা স্থগিত ঘোষণা হলে  বিক্ষুদ্ধ চাকরি প্রত্যাশীরা বিভিন্ন স্লোগন দিয়ে সড়কের অবরোধ তুলে নিয়ে স্থান ত্যাগ করেন। এ ব্যাপারে বিজিবির পক্ষে একটি বিজ্ঞপ্তি সাংবাদিকদের দেয়া হয় বিকালে।

এদিকে ৫৬ বিজিবির নিয়োগ পরীক্ষা  অংশ নিতে আসা কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, আজ শনিবার ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়ানে সৈনিক পদে পরীক্ষা দিতে তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে ৫৬ বিজিবির সদর দপ্তর নীলফামারীর দারোয়ানীস্থ  মাঠে জড়ো হন। কিন্তু চাকুরি প্রত্যাশীদের সিরিয়াল ঠিক ভাবে করেনি কর্তৃপক্ষ। এতে দেখা যায় ১ থেকে ১৭ নম্বর সিরিয়ালের কল (ডাকা) করার পর ১৮ থেকে ৪৪ সিরিয়াল বাদ দিয়ে  ৪৫ সিরিয়াল থেকে ডাকা শুরু করে। নির্দিষ্ট সময়ের পরে যাঁরা এসেছেন, তাঁদের ডাকা হলেও আগে আসা অনেক প্রার্থীকে ডাকা হচ্ছিল না। মেডিকেল পরীক্ষা না করেই অনেককে ব্যাটালিয়ানের মাঠ থেকে বের করে দেওয়া হচ্ছিল। এ রকম নানা অনিয়মের বিষয়ে কয়েকজন প্রতিবাদ করলে তাঁদের মাঠ থেকে বের করে দেওয়া হয়। এ অবস্থায় তাঁরা সারে ১১টা থেকে সড়ক অবরোধ করে এর প্রতিবাদ জানান। পরে বিজিবি কর্তৃপ বেলা সোয়া একটার দিকে পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়।

এ ব্যাপারে ৫৬ বিজিবির নীলফামারীর ব্যাটালিয়ানের উপ-অধিনায়ক মেজর আলী আকবর সাংবাদিকদের  বলেন, আজ শনিবার (৯ নভেম্বর) বিজিবির সৈনিক পদে নিয়োগ ছিল। চাকরিপ্রত্যাশীদের এসএমএসের মাধ্যমে জানানো হয়েছিল। নিয়োগ পরীার জন্য বিজিবির একটি নিয়োগ টিম অন্য এলাকা থেকে নীলফামারীতে আসে। তারাই পরীক্ষা নিচ্ছিলেন। এর সাথে ৫৬ বিজিবির কোন কেউ ছিলনা। কিন্তু চাকরি প্রত্যাশীরা দাবি করছিলেন, তাঁদের সিরিয়াল ব্রেক করে ডাকা হচ্ছিল। মেডিকেল ঠিকভাবে করা হয়নি। তাঁদের এমন অভিযোগ জানার চেষ্টা করে ঊর্ধ্বতন কর্তৃপরে সঙ্গে কথা বলে আজকের নিয়োগ পরীাটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তাঁদের আবারও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীার তারিখ জানানো হবে। এ জন্য আমরা ঘটনা তুলে ধরে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছি। সেখানে বিস্তারিত বলা হয়েছে।

রাজু

×