ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

নেতাকর্মীদের প্রতি জরুরি কঠোর সতর্কবার্তা বিএনপির

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস

প্রকাশিত: ২০:২২, ২ নভেম্বর ২০২৪; আপডেট: ২০:২৩, ২ নভেম্বর ২০২৪

নেতাকর্মীদের প্রতি জরুরি কঠোর সতর্কবার্তা বিএনপির

বিএনপির লোগো।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, নীতি, আদর্শ পরিপন্থী, দলীয় শৃঙ্খলাবিরোধী, সমাজ বিচ্ছিন্ন ও বেআইনী কর্মকান্ডে জড়িত হওয়ার বিষয়ে অত্যন্ত কঠোর সতর্কবার্তা দিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি।

শনিবার (২ অক্টোবর) বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনে দায়িত্বশীল নেতৃবৃন্দের এক জরুরি সভায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

সভায় নেতৃবৃন্দ কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ‘বিএনপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে সমাজের যে কোন অপরাধের সাথে জড়িত থাকার বিষয়ে কোন প্রমাণ পাওয়া গেলেই তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার ও আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

নেতৃবৃন্দ বলেন, ‘কেউ নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। বিচারের ভার নিজ হাতে নেবেন না। কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনের হাতে তুলে দিন। বিএনপির কোন নেতাকর্মীর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

নেতৃবৃন্দ বিভেদ, হিংসা প্রতিহিংসা ভুলে সবাই মিলে দেশ গঠনে মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায় এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্য সচিব নাজিমুর রহমানের পরিচালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন- মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু, ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ আলমগীর ও সদস্য সচিব মো. সাবের হোসেন টারজান।

এম হাসান

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে