ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রাহায়ণ ১৪৩১

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৯:৫৩, ২ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থী নিহত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহন তালুকদার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু কাব্য (১৯)। 

শনিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত তালুকদার এবার সিদ্ধেশ্বরী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। 

তাদের বন্ধু রাসেল ও শিবলু জানান, বিকেলে কাব্য ও নিহত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিল। মেঘনা ব্রিজে যাওয়ার কথা বলেছিল যাওয়ার আগে। এর কিছুক্ষণ পর ফোনে মাধ্যমে জানতে পারেন, সাইনবোর্ড প্রো অ্যাকটিভ হাসপাতালের সামনে দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে শুনেন, একটি মাছের ট্রাক তাদের মোটরসাইকেলটিতে ধাক্কা দিয়েছে। এতে ছিটকে পড়ে চালক কাব্য সামান্য আহত হলেও গুরুতর আহত হন আরোহী নিহত। সঙ্গে সঙ্গে নিহতকে ঢাকা মেডিকেল কলেজ (ঢাবি) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে মৃত বলে জানান। কাব্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

নিহত তালুকদারের মামা কে এম জনি জানান, তাদের বাড়ি চাঁদপুর সদর উপজেলায়। তার বাবা হিরন তালুকদার ব্যবসায়ী। দুই ভাইয়ের মধ্যে বড় নিহন। বর্তমানে যাত্রাবাড়ী বিবিরবাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকেন পরিবারটি। ঘুরতে যাচ্ছে এটি বলেই বিকেলে বাসা থেকে বের হয়েছিলো সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মো. মাসুদ মৃত্যু বিষয়ে নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানানো হয়েছে।

এম হাসান

×

শীর্ষ সংবাদ:

আগরতলায় উপহাইকমিশনে হামলা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ
রিজার্ভে হাত না দিয়ে ও ৩ মাসে পরিশোধ হলো ৫ বিলিয়ন ডলার ঋণ
বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠাতে চায় মমতা ব্যানার্জী
টংগীর ২৩ মামলার শীর্ষ সন্ত্রাসী কামরুল ইসলাম কামুকে গ্রেফতার করেছে গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশ
আগামীকাল সোমবার নতুন নির্বাচন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে
‘বাড়াবাড়ি করলেই’ বন্ধ মার্কিন দুয়ার, ভারতসহ ৫ দেশকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি
দিল্লিকে বাদ দিয়ে তৃতীয় দেশ থেকে ভিসা নেওয়ার উদ্যোগ
তারেক রহমানের নামে জবানবন্দি দেন নি শেখ হাসিনা: কায়সার কামাল
আবারও যেন রাজপথে নামা যায় সেই লক্ষ্যে কাজ চলছে: সারজিস আলম
নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিচার চাইলেন অন্তবর্তী সরকারের কাছে