ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১

সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ!

নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ২২:১৮, ৭ আগস্ট ২০২৪

সেতু ভেঙে পড়ায় দুর্ভোগে ২০ গ্রামের মানুষ!

ধনবাড়ী উপজেলার ভাতকুড়া গ্রামে বৈরান নদীর ওপর ভাঙা সেতু

নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ করা হয় সেতু। কাজ শেষ হতে না হতেই সেতুর গোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়। এ কারণে বর্ষার ¯্রােতে পিলার আলগা হয়ে ভেঙে পড়ে সেতুটি। ভোগান্তিতে পড়ে প্রায় ২০ গ্রামের মানুষ। চার বছর আগে ভেঙে পড়া সেতুটির অবস্থান ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ভাতকুড়া গ্রামের বৈরান নদীর ওপর।

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে নামমাত্র সেতুটি নির্মাণ করা হয়। এলজিইডি বিষয়টি দেখেও এড়িয়ে গেছে। এলাকাবাসী প্রতিবাদ করলেও কাজে আসেনি। নির্মাণকাজ শেষ হওয়ার পর পরই সেতুর গোড়া থেকে বালু উত্তোলন করে একটি চক্র। বালু উত্তোলন করায় সংযোগ সড়ক ও গাইডওয়াল ক্ষতিগ্রস্ত হয়। বন্যার পানির ¯্রােতে মাঝখানের পিলার আলগা হয়ে ভেঙে পড়ে সেতুটি।

ধনবাড়ী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তথ্যমতে, পাইস্কা ইউনিয়নের বৈরান নদীর ওপর ২০১৩-১৪ অর্থবছরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে সেতুটি নির্মাণ করা হয়। ২০১৮ সালে শেষ হয় নির্মাণকাজ। কাজটি পায় স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিন দেখা গেছে, ভাতকুড়া গ্রাম দিয়ে বয়ে গেছে বৈরান নদী। শুকনা মৌসুম হওয়ায় নদীতে কোমর সমান পানি। পানিতে ভাসছে কচুরিপানা। নদীতে ভাঙা সেতুর অংশগুলো পড়ে আছে। নদী পারাপারের কোনো ব্যবস্থা নেই। বালু উত্তোলনের ফলে পাড়ের বসতবাড়ি ও কৃষিজমি নদীতে চলে গেছে। স্থানীয়রা জানান, এলাকার লোকজনের বেশিরভাগই কৃষিজীবী। উৎপাদিত পণ্যগুলো উপজেলা শহরে নিতে হলে প্রায় পাঁচ কিলোমিটার ঘুরে যেতে হয়। এতে অর্থ ও সময়ের অপচয় হয়।
ভাতকুড়া গ্রামের আনোয়ার হোসেন বলেন, ‘সেতুটি নির্মাণের বছর দেড়েক পরই ভেঙে পড়ে। এই সেতু হয়ে মাত্র ১০ মিনিটে উপজেলা শহরে যাওয়া যেত। সেতুটি ভেঙে যাওয়ার পর থেকে বিভিন্ন পথ ঘুরে উপজেলা শহরে যেতে হয়। এতে দুর্ভোগের শিকার হয় গ্রামবাসী।’ স্থানীয় বাসিন্দা লিয়াকত আলী ও শিউলী বেগমের অভিযোগ, জনপ্রতিনিধিদের জানালেও কোনো গুরুত্ব দেন না। চার বছর ধরে সেতুটি ভেঙে পড়ে আছে। দুই পাড়ের যোগাযোগ সচল রাখতে আরেকটি সেতু নির্মাণের দাবি জানান তারা।

বাড়ির আঙিনা ভেঙে নদীতে চলে গেছে শমছের আলী, নেপাল চন্দ্র সরকার ও ঠান্ডু মিয়ার। তারা বলেন, বর্ষা এলেই ভিটেবাড়ি ভেঙে নদীতে চলে যায়। এভাবে ভাঙতে থাকলে নিঃস্ব হওয়ার আশঙ্কা তাদের।
ইউপি সদস্য গোলাম মোস্তফা জানান, ওই সেতুর পূর্ব পাড়ে ভাতকুড়া এবং পশ্চিম পাড়ে দরিচন্দবাড়ী গ্রাম। দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সেতুটি নির্মাণ করা হয়। এ সেতু দিয়ে প্রায় ২০ গ্রামের মানুষ চলাচল করতেন।

সেতুটি ভেঙে যাওয়ায় দুর্ভোগে রয়েছেন তারা। এলজিইডির ধনবাড়ী উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম ম-ল দৈনিক জনকণ্ঠকে বলেন, ‘এই উপজেলায় নতুন যোগদান করেছি। বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

×