গোলাম ফারুক জোয়ার্দ্দার
চুয়াডাঙ্গার মোমিনপুর ইউপির সাবেক চেয়ারম্যান কৃষক লীগ নেতা গোলাম ফারুক জোয়ার্দ্দারকে (৫৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল সোয়া ৫টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর বাজারে এ হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘটনার সময় গোলাম ফারুক জোয়ার্দ্দার তার সরিষাডাঙ্গা গ্রামের বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী মোমিনপুর বাজারে ঘুরে বেড়াচ্ছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়। স্থানীয়রা দ্রুত সদর হাসপাতালে নিয়ে আসার সময় পথেই তার মৃত্যু হয়। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা কৃষক লীগের সাবেক সভাপতি ছিলেন।
এম হাসান