শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনার এলাকায় ঠাণ্ডা পানি বিতরণ
তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। গরম থেকে স্বস্তি দিতে অতিষ্ঠ মানুষের মাঝে বিভিন্ন সংগঠন বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে। এবার শহরবাসীর মাঝে বিশুদ্ধ সুপেয় খাবার পানি নিয়ে হাজির হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠন টিম খোরশেদ। সোমবার দ্বিতীয় দিনে চলছে তাদের বিশুদ্ধ খাবার ঠান্ডা পানি বিতরণ কার্যক্রম। রবিবার তারা এ কার্যক্রম শুরু করেছেন।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তারা শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারসহ বিভিন্ন স্পটে দিনমজুর, খেটে পাওয়া মানুষ, পথচারী ও সাধারণ মানুষকে বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করিয়েছেন। টিম খোরশেদ কর্তৃপক্ষ জানিয়েছেন, যতদিন দাবদাহ থাকবে তারাও ততদিন এই উদ্যোগ অব্যাহত রাখবেন।