ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

মুন্সিগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

প্রকাশিত: ১৭:০৬, ২৪ মার্চ ২০২৪; আপডেট: ১৭:১০, ২৪ মার্চ ২০২৪

মুন্সিগঞ্জে বোর্ড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট

আগুন

মুন্সিগঞ্জের গজারিয়া একটি সুপারবোর্ড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।  

রবিবার (২৪ মার্চ) বিকেল চারটা ৫ মিনিটে এই আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ারের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি জানান, বিকেল চারটা ২৯ মিনিটে তাদের প্রথম ইউনিট অগ্নিকাণ্ডস্থলে পৌঁছেছে। তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে কাজ শুরু করেছে।

আগুনের তীব্রতা বিবেচনায় আরও পাঁচটি ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে৷ তবে যানজটের কারণে তারা এখনো রাস্তায় আটকে আছে বলে জানান তালহা বিন জসিম। 
 
গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটছে। রবিবার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর আগে রাজধানীর ডেমরা, পুরান ঢাকা, গুলশানসহ বেশ কয়েকটি স্থানে আগুনের ঘটনা ঘটে। 

পরপর এসব অগ্নিকাণ্ড নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এসব ঘটনায় নাশকতার কোনো যোগসূত্রতা পাওয়া যায়নি।

এস

সম্পর্কিত বিষয়:

×