ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তার কাছে মিলল সোনার বার

প্রকাশিত: ১৭:২০, ২৯ জানুয়ারি ২০২৪

বিমানবন্দরে স্বাস্থ্য কর্মকর্তার কাছে মিলল সোনার বার

স্বর্ণের বার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফ ৪টি স্বর্ণের বারসহ কাস্টমস কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন। এ সময় শারজাহ থেকে আসা আলাউদ্দিন নামে এক যাত্রীকেও আটক করা হয়।

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় একটি ফ্লাইটের যাত্রীর মাধ্যমে আসা চারটি স্বর্ণের বার গ্রীন চ্যানেল দিয়ে পার করে দেওয়ার সময় ডা. এম জেড এ শরীফের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. এম জেড এ শরীফ গত ৮ বছরে ৩ দফায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বিমান বন্দরে চাকরি করে আসছেন। গত ১০ দিন ধরে তার গতিবিধির উপর নজর রাখছিলেন শুল্ক কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

শুল্ক কর্মকর্তারা জানান, স্বর্ণের বারগুলো নিয়ে বিমানবন্দরের গ্রীন চ্যানেল দিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করেন চিকিৎসক। সন্দেহ হলে তাকে চ্যালেঞ্জ করে তল্লাশি করেন তারা। পরে ব্লেজারের পকেট থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

অভিযোগ উঠেছে- ডা. শরীফ বিমানবন্দরে যাত্রীদের জরুরি চিকিৎসা সেবার আড়ালে অবৈধভাবে আনা স্বর্ণ ভিআইপি চ্যানেল দিয়ে বের করে তা চোরাচালান চক্রের কাছে পৌঁছে দিতেন।

এছাড়াও, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সুইপার থেকে শুরু করে কর্মচারী ও কর্মকর্তাদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে চাকরিচ্যুতও করা হয়েছে। 

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হবে বলে জানান শুল্ক কর্মকর্তারা।

 

এস

সম্পর্কিত বিষয়:

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার