ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

বাকেরগঞ্জে ঝুঁকিতে ব্রিটিশ আমলের সেতু

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২২:২৪, ২২ অক্টোবর ২০২৩

বাকেরগঞ্জে ঝুঁকিতে ব্রিটিশ আমলের সেতু

ঝুঁকিতে ব্রিটিশ আমলে নির্মিত কালিগঞ্জ বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর সেত

বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় বড় ধরনের ঝুঁকিতে রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত বাকেরগঞ্জ টু বরগুনা সড়কে কালিগঞ্জ বাজার সংলগ্ন শ্রীমন্ত নদীর ওপর নির্মিত সেতু। উপমহাদেশে ১৮৫৮ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দের মধ্যবর্তী ব্রিটিশ শাসনের সময়ে এই সেতুটি নির্মাণ করা হয়।
স্থানীয়রা জানায়, ১০০ বছরের বেশি সময় ধরে শ্রীমন্ত নদীর ওপর নির্মিত এই সেতুর ওপর দিয়েই দক্ষিণাঞ্চলের মির্জাগঞ্জ বরগুনা জেলার সঙ্গে বরিশাল জেলার যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই সেতু। প্রায় এক যুগ আগে সেতুটি জরাজীর্ণ হয়ে পড়লে বরিশাল সড়ক ও জনপথ কর্তৃপক্ষ শ্রীমন্ত নদীর ওপর বিকল্প একটি সেতু নির্মাণ করেন। তার পর থেকে বাকেরগঞ্জ বরগুনা আঞ্চলিক সড়কে ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও এখনো রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর সাহা পাড়া গ্রামের হাজারো মানুষ এই সড়ক দিয়েই চলাচল করে। প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পথচারীরা।
সরেজমিনে দেখা যায়, শত বছর আগের পুরনো সেতুটি এখনো জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে শ্রীমন্ত নদীর ওপরে। ব্রিটিশ আমলে সেতুটি নির্মাণ করা হয়েছিল চুন-সুরকি আর ইট দিয়ে। সেতুটির বিভিন্ন স্থানের প্লাস্টার খসে পড়ছে। পিলারগুলোতে দেখা দিয়েছে বড় বড় ফাটল। সেতুটির মাঝখানে বিভিন্ন স্থান থেকে ধসেও পড়ছে। 

কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নানান আয়োজনের মধ্যদিয়ে নগরীতে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৬৯তম মৃত্যুবার্ষিকী রবিবার সকালে পালিত হয়েছে।
সকাল দশটার দিকে নগরীর কবি জীবনানন্দ দাশ সড়কের কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে কবির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশালের কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দরা। পরে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখা ও প্রগতি লেখক সংঘের আয়োজনে কবি জীবনানন্দ দাশ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কবিতা পরিষদের জেলা সভাপতি তপংকর চক্রবর্তীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, কণ্ঠশিল্পী বিমল চক্রবর্তী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডা. মোজাম্মেল হক, কবি ও ছড়াকার দীপংকর চক্রবর্তী, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি নাট্যকার নাজমুল হোসেন আকাশ, সাংস্কৃতিক কর্মী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ, প্রগতি লেখক সংঘের সভাপতি অপূর্ব গৌতম, লেখক ও সাংবাদিক সৈয়দ মেহেদী হাসান প্রমুখ।

×