ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা, চাঁপাইনবাবগঞ্জ

প্রকাশিত: ২০:২৫, ৩০ সেপ্টেম্বর ২০২৩

৭৭ পাউন্ড কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

চাঁপাইনবাবগঞ্জে ৭৭ পাউন্ড কেক কেটে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন পালন করা হয়েছে। 

শনিবার (৩০ সেপ্টেম্বর)বিকেলে জেলার শিবগঞ্জ বাজারের কাড়িপট্টি চাতালে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির মুক্তা, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল আওয়াল গণি জোহা, যুবলীগ নেতা এমডি মামুন সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের প্রায় ১৫ হাজার নেতাকর্মী ও সমর্থক।

 
 

এস

×