টাঙ্গাইলের মধুপুর-পিরোজপুর সড়কে খানাখন্দ
মধুপুরের বৃত্তিবাড়ী থেকে পিরোজপুর পাকা সড়ক ভেঙে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। খানাখন্দে ভরা তিন কিলোমিটার সড়কে চলাচল করতে গিয়ে জনদুর্ভোগ বাড়ছে। ভোগান্তি পোহাচ্ছে এই সড়কে চলাচলকারী কয়েক ইউনিয়নের মানুষ। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এ সড়কে চলাচল করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। মধুপুর-পিরোজপুর সড়ক দীর্ঘদিনের বেহাল দশায় রয়েছে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের। মধুপুর উপজেলা প্রকৌশলী জয়নাল আবেদীন জানান, সড়কটি মেরামতের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সড়কটি বৃত্তিবাড়ী থেকে গরম বাজার পর্যন্ত প্রশস্তকরণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন ও বরাদ্দ পেলেই সড়কটির কাজ শুরু হবে।
কচুয়া-গৌরিপুর সড়কে খানাখন্দ
নিজস্ব সংবাদদাতা, কচুয়া, চাঁদপুর থেকে জানান, কচুয়া-গৌরিপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের এই সড়ক দিয়ে প্রতিদিন ঢাকা, কচুয়া, রামগঞ্জ, লক্ষ্মীপুর, চাঁদপুর অঞ্চলের অসংখ্য যানবাহন চলাচল করে। সড়কটির সাচার থেকে কচুয়া পর্যন্ত ১৫ কিলোমিটারের বেশিরভাগ অংশে পিচ উঠে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। কোনো কোনো জায়গায় পাশের অংশ ভেঙ্গে যাচ্ছে। রাস্তাটির আকানিয়া, দোয়াটি, পালাখাল কলেজ রোড, উত্তার পালাখাল মোড়ে রাস্তার পিচ উঠে বড় গর্ত হয়ে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী আবু হানিফ বলেন, সড়ক ভেঙ্গে গেলে সংস্কার করা আমাদের রুটিন কাজ। অসময়ে বৃষ্টি হয়ে সড়কে পানি জমে গর্তের সৃষ্টি হচ্ছে। টেন্ডার শেষ হয়ে ইভালুয়েশন স¤পন্ন হলে এক মাসের মধ্যে সড়কের কাজ শুরু হবে।