
গোয়াইনঘাট ছাত্র পরিষদের দ্বি-বার্ষিক সম্মলেন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বৃহত্তর ছাত্র সংগঠন ‘গোয়াইনঘাট ছাত্র পরিষদ’ এর দ্বি-বার্ষিক সম্মলেন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় উপজেলা হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন বাহারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফখরুল ইসলামের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ, এমপি।
তিনি বলেন, গোয়াইনঘাট শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাচ্ছে এবং আগামীতে আরোও অগ্রসর হবে। এই মেয়াদেই যাতে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করতে পারি তার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। গোয়াইনঘাট ছাত্র পরিষদের কার্যক্রম গুলো প্রশংসনীয়,আগামী যেকোনো কার্যক্রমে আমার সুদৃষ্টি থাকব।"
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মুছলেহ উদ্দিন মুনাঈম। এরপর
সংগঠনের মরহুম নেতৃবৃন্দের স্মরণে শোক বার্তা পাঠ করেন যুগ্ম সাধারণ সম্পাদক শিব্বির আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আছলাম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এড. মোহাম্মদ আলী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর সভাপতি এড. জামাল উদ্দিন, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট হাসান আহমদ, ৪নং লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মুজিবুর রহমান।
তৈয়ব আলী ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কামরুল আহমদ শেরগুল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলিম উদ্দিন, ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডার সুপারিশ প্রাপ্ত মো: আল-আমিন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সিনিয়র সহ সভাপতি বুরহান উদ্দিন রাব্বানী, সাবেক সহ-সভাপতি জগদীশ দেব, সাবেক সহ- সভাপতি এলোয়ার হোসেন বাবলা, সহ-সভাপতি সাদিকুর রহমান, নাদিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক হাসান ফয়সল নাদিম, রাকিবুর রহমান সুনাম, জাহেদ আহমদ।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আরও অনেক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সংগঠনের প্রকাশিত স্মারক ‘আলোকিত গোয়াইনঘাট’ এর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।
এসআর