
তাঁতী লীগের সভাপতি হত্যা মামলার আসামি সহিদুর রহমান লিপন
জামালপুরের বকশীগঞ্জের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার আসামি সহিদুর রহমান লিপনকে সভাপতি পদে বহাল রেখে বকশীগঞ্জ উপজেলা তাঁতী লীগের ৭১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে জেলা তাঁতী লীগ। অভিযুক্ত তাতী লীগের সভাপতি সহিদুর রহমান লিপন উপজেলার মালিরচর তকিরপাড়া গ্রামের মো. আব্দুল করিমের ছেলে।
সোমবার জামালপুর জেলা তাঁতী লীগের আহবায়ক জাকির হোসেন রুকু এবং সদস্য সচিব আরমান হোসেন সাগর যৌথ স্বাক্ষরে আগামী তিন বছরের জন্য সহিদুর রহমান লিপনকে বকশীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি পদে বহাল রেখে দলীয় প্যাডে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন।
সাংবাদিক নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সহিদুর রহমান লিপনকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের উপজেলা শাখার সভাপতি পদে তাকে পুনর্বহাল করায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহত সাংবাদিক নাদিমের পরিবার। তাদের দাবি, সুষ্ঠু বিচারের স্বার্থে তাঁতী লীগ থেকে অভিযুক্ত লিপনকে পুনরায় বহিষ্কার করা হোক।
উল্লেখ্য, বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে নিয়ে সংবাদ প্রকাশের জেরে গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় ১৮ জুন সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, মামলার এজাহারে ১১ নম্বর আসামি করা হয় উপজেলা তাঁতী লীগের সভাপতি সহিদুর রহমান লিপনকে।
মামলায় উল্লেখ করা হয়, নাদিম হত্যাকান্ডে সরাসরি অংশ নেয় তাঁতী লীগ নেতা সহিদুর রহমান লিপন। সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, হত্যাকান্ডে সরাসরি অংশ নেওয়া এবং এজাহারভুক্ত আসামিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন তাঁতী লীগের উপজেলা শাখার সভাপতি পদে পুনরায় বহাল করায় আমরা বিস্মিত।
মূলত হত্যাকান্ডের দায় থেকে মুক্ত করতেই সন্ত্রাসী লিপনকে তাঁতী লীগের লীগের উপজেলা শাখার সভাপতি করা হয়েছে। আমরা চাই, সুষ্ঠু বিচারের স্বার্থে তাঁতী লীগ থেকে অভিযুক্ত লিপনকে বহিষ্কার করা হোক।
জামালপুর জেলা তাঁতী লীগের আহবায়ক জাকির হোসেন রুকু জনকণ্ঠকে বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলার আসামি হওয়ায় সহিদুর রহমান লিপনকে সাময়িক অব্যাহতি দিয়েছিলাম। নেতাদের বিরুদ্ধে মামলা থাকতেই পারে। এখন তিনি জামিনে আছেন। সে কারণেই তাঁকে বকশীগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এস