ঢাকা, বাংলাদেশ   রোববার ০৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রাহায়ণ ১৪৩১

রেলব্রীজ পার হতে গিয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল 

প্রকাশিত: ২১:০৩, ২২ জুন ২০২৩

রেলব্রীজ পার হতে গিয়ে মারা গেলেন স্বামী-স্ত্রী

স্বামী-স্ত্রী নিহত

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে আরজু (৫০) ও স্ত্রী সম্পা বেগম (৪০)। 

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে রেল লাইন পার হয়ে বাড়ি ফিরছিলেন আরজু (৫০) ও স্ত্রী সম্পা বেগম (৪০)। রেলব্রীজ পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা লোকাল একটি ট্রেনে কাটা পরে তারা দুইজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে নিহতদের স্বজনরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেন জানান, দুপুরে ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে ট্রেনে কাটা পরে স্বামী-স্ত্রী মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ থানায় করেনি।
 

 

এমএস

সম্পর্কিত বিষয়:

×